• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

শীতলকুচি নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে কমিশনের কোপে বিজেপি নেতা, সায়ন্তন বসুকে নোটিস

শীতলকুচি কাণ্ড নিয়ে বিতর্কিত মন্তব্য করায় এবার বিজেপি নেতা সায়ন্তন বসুকে নোটিস পাঠাল নির্বাচন কমিশন। ঘটনার পরের দিনই বিজেপি নেতা সায়ন্তন বসু বলেছিলেন, 'শোলে ছবিতে একটা ডায়লগ আছে তোমরা একটা মারলে আমরা চারটে মারব, শীতলকুচিতে তাই ঘটেছে।' এই নিয়ে এই এক ইস্যুতে বিতর্কিত মন্তব্যের জন্য বিজেপির তিন নেতার বিরুদ্ধে পদক্ষেপ করল কমিশন।

শীতলকুচির ঘটনা নিয়ে বিতর্কিত মন্তব্য দিলীপে

শীতলকুচির ঘটনা নিয়ে বিতর্কিত মন্তব্য দিলীপে

শীতলকুচিতে সিআইএসএফের গুলিতে চার জনের মৃত্যুর ঘটনা নিয়ে আজ ফের বিতর্কিত মন্তব্য করেছেন বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষ। পলাশীপাড়ায় নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে দিলীপ ঘোষ দাবি করেছেন শীতলকুচির জোড়পাটকিতে যাঁরা মারা গিয়েছেন তাঁরা কেউ সেই বুথের ভোটার নন। বাইরে থেকে ভোট লুঠ করতে এসেছিলেন। তাঁদের জন্য চোখে জল দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস নেত্রীর। অথচ যে রাজবংশী ভোটার ভোটের লাইনে প্রাণ দিল তাঁর জন্য এক ফোঁটাও চোখের জল ফেললেন না তৃণমূল কংগ্রেস নেত্রী।

সায়ন্তনকে নোটিস কমিশনের

সায়ন্তনকে নোটিস কমিশনের

শীতলকুচি কাণ্ড নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য এবার কমিশনের কোপে বিজেপি নেতা সায়ন্তন বসু। তাঁকে নোটিস পাঠিয়েছে নির্বাচন কমিশন। ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে জবাব দিতে বলা হয়েছে। ঘটনার পরের দিনই বিজেপি নেতা সায়ন্তন বসু বরানগরের সভা থেকে বলেছিলেন, শোলে ফিল্মের একটা ডায়লগ আছে তমরা একটা মারলে আমরা ৪টে মারব। শীতলকুচি তা প্রমাণ করে দিয়েছে। তারপরেই কমিশনে সায়ন্তনের বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ জানায় তৃণমূল কংগ্রেস। সেই অভিযোগ খতিয়ে দেখেই কমিশনের এই নোটিস বলে জানা গিয়েছে।

দিলীপ ঘোষকে নোটিস

দিলীপ ঘোষকে নোটিস

এর আগে শীতলকুচি কাণ্ড নিয়ে বিতর্কিত মন্তব্য করায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকেও নোটিস পাঠিয়েছিল নির্বাচন কমিশন। সেসময় দিলীপ ঘোষ মন্তব্য করেছিলেন বেশি বাড়াবাড়ি করলে জায়গায় জায়গায় শীতলকুচি হবে। বিজেপির রাজ্য সভাপতির এই মন্তব্যের পরেই সমালোচনা শুরু হয়ে গিয়েছিল রাজনৈতিক মহলে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছিল।

রাহুলের বিতর্কিত মন্তব্য

রাহুলের বিতর্কিত মন্তব্য

শীতলকুচি কাণ্ড নিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করে চলেছেন বিজেপি প্রার্থী রাহুল সিনহা। বৃহস্পতিবার রাহুল সিনহা বলেছেন কেন্দ্রীয় বাহিনীর উপর হামলা হলে গুলি চলবে। নির্বাচন কমিশনের প্রতিনিধি তাই বলছেন বলে দাবি করেছেন তিনি। এর আগে রাহুল সিনহা বলেছিলেন কেন্দ্রীয় বাহিনীর উচিত ছিল শীতলকুচিতে ৮জনকে গুলি করে মারা । তারপরেই রাহুল সিনহার প্রচারে ৪৮ ঘণ্টা নিষেধাজ্ঞা জারি করে নির্বাচন কমিশন।

শীতলকুচি নিয়ে ফের বিতর্কিত মন্তব্য, এবার দিলীপের প্রচারে ২৪ ঘণ্টা নিষেধাজ্ঞা নির্বাচন কমিশনের

দিলীপ ঘোষ
Know all about
দিলীপ ঘোষ

English summary
Election Commission issued notice to BJP leader Sayantan Bose for his Shitalkuchi remark
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X