হাওড়া : বিশেষ রক্ষণাবেক্ষণের জেরে গড়চুমুক মৃগদাব বন্ধ রাখার সিদ্ধান্ত নিল বন দপ্তর। ইতিমধ্যেই এই মর্মে বিশেষ বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। জানা গেছে, রক্ষণাবেক্ষণের কাজের জন্য বৃহস্পতিবার থেকে আগামী ১০ মে পর্যন্ত গড়চুমুক মৃগদাব বন্ধ থাকবে।

যদিও, মৃগদাব বাদে গড়চুমুক পর্যটন কেন্দ্রের বাকি অংশ পর্যটকদের জন্য খোলা থাকবে বলে জানা গেছে। উল্লেখ্য, রাজ্যের পর্যটন মানচিত্রে উল্লেখযোগ্য স্থান করে নিয়েছে গ্রামীণ হাওড়ার গড়চুমুক পর্যটনকেন্দ্র। নদী তীরবর্তী বিস্তীর্ণ স্থানে গড়ে উঠেছে গড়চুমুক পর্যটন কেন্দ্র। তারই মধ্যে রয়েছে মৃগদাব। ফি-বছর বহু মানুষ এখানে আসেন।

দামোদর আর গঙ্গার সঙ্গমস্থলে অবস্থিত এই জায়গাটা ছুটি কাটানোর জন্য আদর্শ। অপূর্ব নৈসর্গিক দৃশ্যের সঙ্গে শান্ত পরিবেশ মন জুড়িয়ে দেবে। যারা শুধু নদী দেখে সময় কাটাতে চাও না, তাদের জন্য রয়েছে ডিয়ার পার্ক। যারা অ্যাডভেঞ্চার ভালোবাস, তারা নদীতে নৌকাবিহারে যেতেই পার। হাওড়া থেকে ট্রেন উলুবেড়িয়া হয়ে বাসে বা ধর্মতলা থেকে বাসে গড়চুমুক বেশিক্ষণ নয়। থাকা-খাওয়ার জন্য হাওড়া জেলা পরিষদের বাংলোয় ছিমছাম ব্যবস্থা আছে। তাই শহরের হট্টগোল এড়াতে এখনও ততটা জনপ্রিয় না হয়ে ওঠা গড়চুমুক ঘুরে আসতেই পারো।

গড়চুমুকে দু’টি নদীর মাঝে বনাঞ্চল। সেখানেই অবস্থিত ‘মৃগদাব’ ইতিমধ্যেই মিনি জু হিসেবে ঘোষিত। প্রতি বছরই নভেম্বর থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত চুটিয়ে বনভোজন চলে। পর্যটকদের ভিড়ও হয় প্রচুর। নদীর ধার ঘেঁসেই মৃগদাবে বিচরণের পথ। ইউক্যালিপটাস-ঝাউ-চন্দন-জারুল-শিশু-বাবলা-কৃষ্ণচূড়া-রাধাচূড়ায় পথ ছাওয়া। তাই হাঁটায় লাগাম থাকবে না। এখানে রয়েছে হরিণ, ময়ূর , শজারু, নীলগাই সহ আরও অনেক প্রাণী।

বলা হয়, হুগলি আর দামোদরের সঙ্গমে গড়চুমুক। আসলে দামোদর বা হুগলি, দুই নদীই এখান থেকে অল্প দুরে। এখানে যে নদীতে নৌকাবিহার হয় সেটা চেহারায় নদী হলেও আসলে খাল—দামোদর আর হুগলিকে জুড়েছে। পূর্বে হুগলি, পশ্চিমে দামোদর। দুই নদীর মিলন ঘটাতে খাল কাটা হয়েছিল ব্রিটিশ আমলে। সেই খাল এখন লোকের মুখে মুখে নদী। সেই খালের উপর বাঁধ, উলুঘাটা ৫৮ গেট। সেই বাঁধের উপর সেতু পেরোলেই গড়চুমুক। আক্ষেপ একটাই, গড়চুমুক থেকে জেলা পরিষদের আয় যথেষ্ট হয়। কিন্তু তা সত্ত্বেও গড়চুমুকের পরিকাঠামোর এখনও বেশ কিছুটা উন্নয়ন প্রয়োজন।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

করোনা পরিস্থিতির জন্য থিয়েটার জগতের অবস্থা কঠিন। আগামীর জন্য পরিকল্পনাটাই বা কী? জানাবেন মাসুম রেজা ও তূর্ণা দাশ।