কোভিড চোখ রাঙানি সত্ত্বেও হেলদোল নেই প্রশাসনের, কুম্ভ মেলা চলবে ৩০ এপ্রিল পর্যন্ত

দেশে করোনা আবহের মধ্যেই উত্তরাখণ্ডের হরিদ্বারে চলছে কুম্ভ মেলা। অথচ হরিদ্বারে ক্রমেই বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। এরই মধ্যে উত্তরাখণ্ডের স্বাস্থ্য সচিব কুম্ভ শহরে প্রতিদিন ৫০ হাজার আরটি–পিসিআর টেস্টের সীমা হ্রাস করার জন্য হাইকোর্টের কাছে আবেদন করে। এর আগে রাজ্য সরকারের পক্ষ থেকে ক্রমাগত দাবি করে জানানো হয়েছিল যে ৩১ মার্চ হাইকোর্টের নির্দেশ মেনে দৈনিক ৫০ হাজার আরটি–পিসিআর করোনা টেস্ট করা হচ্ছে।

করোনা টেস্ট হ্রাসের আবেদন

সচিব (‌স্বাস্থ্য)‌ অমিত নেগি তাঁর আবেদনে হাইকোর্টকে জানিয়েছেন যে প্রধান স্নানের দিনগুলিতে হরিদ্বারের প্রশাসন দৈনিক ৩৯ হাজারের বেশি আরটি-পিসিআর টেস্ট করে। সচিব এও জানিয়েছেন যে হরিদ্বারে বেশিরভাগই এমন জনসংখ্যা, যাঁরা এখানকার স্থানীয় নন, যার ফলে এ ধরনের টেস্ট করা বেশ কঠিন। সরকারিভাবে যদিও বলা হয়েছে যে স্থানীয়দের ওপর বেশিরভাগ করোনা টেস্ট করা হয়েছে।

আক্রান্ত ২৪ জন সাধু

যদিও হরিদ্বারে বুধবার দ্বিতীয় ‘‌শাহি স্নান'‌ ক্রমাগত হওয়ার ফলে কোভিড সংক্রমণও বেড়েছে। দৈনিক স্বাস্থ্য রিপোর্ট অনুযায়ী, হরিদ্বারে ৫২৫ জন করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। শেষ পাঁচদিনে, শনিবার থেকে মোট ২,১৬৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন যার মধ্যে ২৪ জন সাধু।

বুধবার শাহি স্নানে কম লোকের যোগদান

সোমবারের ‘‌শাহি স্নান'-এ‌র সঙ্গে বুধবারের স্নান তুলনা করার পর কুম্ভ প্রশাসন দাবি করেছে যে সোমবার গঙ্গায় ডুব দিয়েছেন ৩২ লক্ষ জন, বুধবারের স্নানে সে তুলনায় লোকসংখ্যা কম ছিল। সরকারিভাবে জানা গিয়েছে, বুধবার ৯ লক্ষ মানু্য গঙ্গায় পুণ্য স্নান করেন। হরিদ্বারের হর কি পউরি ঘাট ১৩টি আখড়ার সাধুদের জন্য সংরক্ষিত করে রাখা হয় যাঁরা নির্দিষ্ট সময়ের মধ্যে গঙ্গায় ডুব দেন।

মেলা চলবে ৩০ এপ্রিল পর্যন্ত

কুম্ভের বিজ্ঞপ্তি অনুযায়ী, করোনা আবহের চোখ রাঙানি সত্ত্বেও তা ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। ২৭ এপ্রিল হরিদ্বার সাক্ষী থাকবে তৃতীয় শাহি স্নানের। ৩০ এপ্রিলের আগে কুম্ভ মেলা বন্ধ করা নিয়ে সরকারের আলোচনা চলছে এ বিষয়ে মেলার অফিসার দীপক রাওয়াত গোটা বিষয়টি অস্বীকার করেন।

জনতা কার্ফুর দ্বিতীয় দিনে মহারাষ্ট্র রেকর্ড করোনা সংক্রমণ, শুধু মুম্বইয়ে আক্রান্ত ৮০০০-র বেশি