মুখোমুখি দুই দল
আইপিএলে এখনও পর্যন্ত ২৩ বার মুখোমুখি হয়েছে দুই দল। ১৪ বার জিতেছে চেন্নাই সুপার কিংস। ৯ বার জিতেছে পাঞ্জাব কিংস (একদা কিংস ইলেভেন পাঞ্জাব)। ফলে এ লড়াইয়ে পাল্লা ভারী এমএস ধোনি শিবিরের।
শেষ দুই সাক্ষাতের ফলাফল
গত আইপিএলের লিগ পর্বে দুই বার মুখোমুখি হয়েছে দুই দল। প্রথম ম্যাচ ৯ উইকেটে জেতে চেন্নাই সুপার কিংস। দ্বিতীয় ম্যাচ ১০ উইকেটে হেরে যায় পাঞ্জাব কিংস (তৎকালীন কিংস ইলেভেন পাঞ্জাব)। ফলে শুক্রবার বাড়তি তাগিদ নিয়ে মাঠে নামবেন কেএল রাহুলরা।
চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ
চলতি আইপিএলে নিজেদের প্রথম ম্যাচ দিল্লি ক্যাপিটালসের কাছে হেরে গিয়েছিল চেন্নাই সুপার কিংস। তাও শুক্রবার হয়তো একই একাদশ নিয়ে মাঠে নামতে পারে এমএস ধোনির দল।
ফ্যাফ ডুপ্লেসি, ঋতুরাজ গায়েকোয়াড়, আম্বাতি রায়ডু, সুরেশ রায়না, এমএস ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, ডোয়েন ব্র্যাভো, স্যাম কারান, মইন আলি, শার্দুল ঠাকুর, দীপক চাহার।
পাঞ্জাব কিংসের সম্ভাব্য প্রথম একাদশ
চলতি আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসকে হারিয়েছে পাঞ্জাব কিংস। একই দল নিয়ে শুক্রবারও মাঠে নামবেন কেএল রাহুলরা।
কেএল রাহুল (অধিনায়ক ও উইকেটরক্ষক), মায়াঙ্ক আগরওয়াল, ক্রিস গেইল, দীপক হুডা, নিকোলাস পুরান, শাহরুখ খান, জে রিচার্ডসন, রিলে মেরেডিথ, মহম্মদ শামি, অর্শদীপ সিং, মুরুগান অশ্বিন।