রাজস্থানে রদবদল
জোফ্রা আর্চার অপারেশনের পর ইংল্যান্ডে অনুশীলন শুরু করার অনুমতি পেলেও ম্যাচ খেলার পরিস্থিতিতে এখনও পৌঁছাননি। তার মধ্যেই বেন স্টোকস পাঞ্জাব কিংস ম্যাচে ক্যাচ ধরতে গিয়ে আঙুল ভেঙে আইপিএল থেকেই ছিটকে গিয়েছেন। ফলে স্বাভাবিকভাবেই রাজস্থান রয়্যালস দলে পরিবর্তন আসছে। জস বাটলার ও ক্রিস মরিস প্রথম একাদশে নিশ্চিত। স্টোকসের জায়গায় ডেভিড মিলারের চেয়ে প্রথম একাদশে আসার সম্ভাবনা বেশি লিয়াম লিভিংস্টোনের। তিনি বোলিংও করতে পারেন প্রয়োজন হলে। বিগ ব্যাশে পার্থ স্কর্চার্সের হয়ে তিনি দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রহকারী ছিলেন। ২৮টি ছক্কা মেরে টুর্নামেন্টে সবচেয়ে বেশি ছক্কা মারার নিরিখেও দ্বিতীয় স্থানে ছিলেন। এ ছাড়া জোরে বোলার মুস্তাফিজুর রহমানের পরিবর্তে খেলানো হতে পারে অ্যান্ড্রু টাইকে। রাজস্থান রয়্যালসের প্রথম একাদশ তাই হতে পারে এরকম: জস বাটলার, মনন ভোরা, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), লিয়াম লিভিংস্টোন, শিবম দুবে, রিয়ান পরাগ, ক্রিস মরিস, রাহুল তেওয়াটিয়া, শ্রেয়স গোপাল, চেতন সাকারিয়া, অ্যান্ড্রু টাই বা মুস্তাফিজুর রহমান। সঞ্জু স্যামসনের পাশাপাশি নজর থাকছে চেতন সাকারিয়ার দিকেও। পাঞ্জাব কিংস ম্যাচে যাঁর স্বপ্নের অভিষেক হয়েছে আইপিএলে।
ছবি- বিসিসিআই/আইপিএল
দিল্লি ক্যাপিটালস অপরিবর্তিত ?
দক্ষিণ আফ্রিকার পেসার অ্যানরিক নর্টজে কোভিডে আক্রান্ত হলেও কাগিসো রাবাডা ম্যাচ খেলার জন্য প্রস্তুত। তবে দিল্লি ক্যাপিটালস উইনিং কম্বিনেশন ধরেও রাখতে পারে। ফলে রাজস্থান ম্যাচে রাবাডার খেলার সম্ভাবনা থাকবে না। কোভিডে আক্রান্ত হওয়ার পর এখনও পুরোপুরি সুস্থ হননি অক্ষর প্যাটেলও। তাই রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গী হতে চলেছেন অমিত মিশ্রই। চেন্নাই ম্যাচে জয়ের পিছনে অবদান রয়েছেন মূলত দুই ওপেনারের বিধ্বংসী ব্যাটিং। পৃথ্বী শ ও শিখর ধাওয়ানের দিকে তাই বড় রানের জন্য ফের প্রত্যাশা করছে দিল্লি শিবির। তিনে অজিঙ্ক রাহানে, চারে অধিনায়ক ও উইকেটকিপার ঋষভ পন্থ, পাঁচে মার্কাস স্টইনিস, ছয়ে শিমরন হেটমায়ার, সাতে ক্রিস ওকস, আটে রবিচন্দ্রন অশ্বিন। এরপর থাকছেন টম কারান, অমিত মিশ্র ও আবেশ খান। রাবাডা খেললে বাদ পড়তে পারেন টম কারান। ধোনির উইকেট পাওয়া আত্মবিশ্বাসী আবেশ ফের নিজের দুরন্ত ছন্দ ধরে রাখতে দৃঢ়প্রতিজ্ঞ।
ছবি- বিসিসিআই/আইপিএল
তুল্যমূল্য লড়াই
বেন স্টোকস ছিটকে যাওয়া নিঃসন্দেহে রাজস্থান রয়্যালসের পক্ষে বড় ধাক্কা। ফলে এই ম্যাচে ফেভারিট হিসেবে দিল্লি ক্যাপিটালস শুরু করলেও তুল্যমূল্য লড়াই অপেক্ষা করে আছে। যে-ই জিতবে সে-ই এগিয়ে যাবে। কেন না, আজ অবধি মোট ২২ বার দুই দল পরস্পরের মুখোমুখি হয়েছে। রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালস বা পূর্বতন দিল্লি ডেয়ারডেভিলস দুই দলই এগারোটি করে ম্যাচে জিতেছে। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সব ম্যাচেই ব্যাটিং সহায়ক উইকেট হচ্ছে। এই ম্যাচেও ১৯০ বা তার বেশি রান উঠতে পারে। আকাশ পরিষ্কার থাকলেও গরম থাকবে। তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। ডিউ ফ্যাক্টর ম্যাচে প্রভাব ফেলবে বলেই মনে করা হচ্ছে।
ছবি- বিসিসিআই/আইপিএল
পন্থকে দরাজ সার্টিফিকেট
প্রথম ম্যাচে জয় পাওয়া দিল্লি মানসিকভাবে এগিয়ে থেকেই শুরু করবে। তার আগে ঋষভ পন্থকে ফের দরাজ সার্টিফিকেট দিয়েছেন দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিং। তিনি বলেন, পন্থের উইকেটকিপিং নিয়ে অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে, পন্থ নিজের খামতি মেটানোর চেষ্টাও করছেন। তবে তাঁর ব্যাটিং ব্রিলিয়ান্ট। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে ঘূর্ণি পিচে পন্থ যেভাবে কিপিং করেছেন তা আমার প্রত্যাশার চেয়েও অনেক ভালো। যদি কিপিং আরও কিছুটা উন্নত হয় তবে আগামী ১০-১২ বছর ভারতীয় দলে পন্থ নিজের জায়গা ধরে রাখতে পারবেন বলেই আমার বিশ্বাস। গত বছরের তুলনায় এবারের আইপিএলে পন্থ এসেছেন অনেক বেশি ফিট হয়ে। আইপিএলে পন্থের ব্যাটিং পজিশনের দিকে নজর রাখছি। ঋষভ পন্থ অনেকটা বিরাট কোহলি বা কেন উইলিয়ামসনের মতো। শেষের দিকে পন্থ থাকা মানে যে কোনও পরিস্থিতিতে ম্যাচ জেতা সম্ভব।
ছবি- বিসিসিআই/আইপিএল