পঞ্চমদফার ভোটে বিগত লোকসভার ফলাফলের নিরিখে ৪৫ আসনে কারা এগিয়ে, একনজরে রাজনৈতিক চিত্র

রাজ্যের ৬ জেলায় ৪৫ আসনে যুযুধান ভোটের কুরুক্ষেত্র শুরু হতে চলেছে শনিবার। ১৭ এপ্রিল পঞ্চম দফার ভোটে বাংলার তাবড় আসন থেকে প্রার্থীরা প্রতিযোগিতায় নামছেন। নীলবাড়ি দখলের লড়াইয়ে পঞ্চম দাফার ভোটে আইনশৃঙ্খলা যেমন বড় ফ্যাক্টর, তেমনই বড় ফ্যাক্টর করোনার দাপট। এদিকে, রাজনৈতিক আঙিনা থেকে এমন এক পরিস্থিতিতে দেখে নেওয়া যাক সর্বশেষ লোকসভা ভোটে এই ৪৫ আসনে রাজনৈতিক হাওয়া কোনদিকে ছিল?

'পঞ্চমী' ৪৫ আসন

পঞ্চম দফা ভোটপর্বে যে সমস্ত আসনগুলি রয়েছে প্রতিযোগিতায় , সেগুলি হল, ময়নাগুড়ি (এসসি), জলপাইগুড়ি (এসসি), রাজগঞ্জ (এসসি), ডাবগ্রাম-ফুলবাড়ি, মাল (এসটি), নাগরাকাটা (এসটি), কালিম্পং, দার্জিলিং, কার্শিয়াং, মাটিগাড়া-নকশালবাড়ি (এসসি), শিলিগুড়ি, ফাঁসিদেওয়া (এসটি), শান্তিপুর, রানাঘাট উত্তর-পশ্চিম, কৃষ্ণগঞ্জ (এসসি), রানাঘাট উত্তর-পূর্ব (এসসি), রানাঘাট দক্ষিণ (এসসি), চাকদহ, কল্যাণী (এসসি), হরিণঘাটা (এসসি), পানিহাটি, কামারহাটি, বরানগর, দমদম, রাজারহাট নিউটাউন, বিধাননগর, রাজারহাট গোপালপুর, মধ্যমগ্রাম, বারাসত, দেগঙ্গা, হাড়োয়া, মিনাখাঁ (এসসি), সন্দেশখালি (এসটি), বসিরহাট দক্ষিণ, বসিরহাট উত্তর, হিঙ্গলগঞ্জ (এসসি), খণ্ডঘোষ (এসসি), বর্ধমান দক্ষিণ, রায়না (এসসি), জামালপুর (এসসি), মন্তেশ্বর, কালনা (এসসি), মেমারি, বর্ধমান উত্তর (এসসি)।

লোকসভা ভোটে হাওয়া কোনদিকে ছিল?

৪৫ আসনের পঞ্চম দফার বিধানসভা নির্বাচনে যে আসনগুলি রয়েছে, তাতে দেখা যাচ্ছে সামগ্রিকভাবে লোকসভা ভোটের ফলাফলের নিরিখে সেখানে বিজেপি বহু জায়গায় এগিয়ে ছিল। হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিজেপির দখলে ছিল ৪৫ শতাংশ ভোট। আর তৃণমূলের ঘরে গিয়েছিল ৪১.৫ শতাংশ ভোট।

উত্তর ২৪ পরগনার রাজনৈতিক পটচিত্র

উত্তর ২৪ পরগনার অন্তর্গত বসিরহাট লোকসভা কেন্দ্রে, ২০১৯ সালে মিনাখাঁ থেকে হাওয়া ছিল তৃণমূলের দিকে। হাড়োয়ায় লিড নিয়েছে তৃণমূল। সন্দেশখালিতে তৃণমূল এক লাখের বেশি ভোটে জমি দখলে রাখে। বসিরহাট উত্তর, দক্ষিণ থেকে ঘাসফুল

দাপট দেখায়। এছাড়া লোকসভা ভোটে বারাসত লোকসভার রাজারহাট নিউটাউন, বিধাননগর, দেগঙ্গা, বারাসতে দাপট ধরে রাখে মমতা শিবির। দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত পানিহাটি, কামারহাটি, দমদমে তৃণমূল এগিয়েছিল। তবে রাজারহাট গোপালপুরে বিজেপি লিড নেয় লোকসভা ভোটে।

দার্জিলিংয়ের রাজনৈতিক পটচিত্র

দার্জিলিং আসনে বিজেপি এগিয়ে যায় গত লোকসভা ভোটে। কার্সিয়াং, মাটিগাড়াতেও একই ছবিধরা পড়ে। পদ্মের দাপুটে নিশান ওড়ে শিলিগুড়ি, ফাঁসিদেওয়ায়।

কালিম্পং , জলপাইগুড়ির রাজনৈতিক পটচিত্র

দার্জিলিংয়ের লোকসভা আসনের অন্তর্গত কালিম্পং বিধানসভা থেকে বহু সংখ্য়ক ভোটে তৃণমূলকে পিছনে ফেলে দেয় বিজেপি। ২০১৯ সালের ভোটে তেমনই চিত্র প্রকাশিত হয়েছে। এদিকে, জলপাইগুড়ি লোকসভা ভোটের ধূপগুড়ি ,ময়নাগুড়ি,জলপাইগুড়িতে বিজেপি এগিয়ে ছিল লোকসভা ভোটে। ডাবগ্রাম ফুলবাড়ি ও মাল আসনও বিজেপি দখল করে। রাজগঞ্জে কেবল লিড ধরে রাখে তৃণমূল।

নদিয়া

নদিয়ায় ২০১৯ লোকসভা নির্বাচনে শন্তিপুর থেকে জমি দখলে রাখে বিজেপি,রানাঘাট উত্তর পশ্চিম, কৃষগঞ্জ, রানাঘাট উত্তর পূর্ব, রানাঘাট দক্ষিণ, চাকদহ, কল্য়াণী আসনে এগিয়ে থাকে বিজেপি। এছাড়াও ২০১৯ লোকসভা নির্বাচনে হরিণঘাটা আসন থেকে এগিয়ে যায় বিজেপি।

পূর্ব বর্ধমান

পূর্ব বর্ধমানের খন্ডঘোষে লোকসভা ভোটে তৃণমূল লিড নেয়। বিষ্ণুপুর লোকসভা আসনের অন্তর্গত এই কেন্দ্র ঘাসফুলের পোক্ত জমি। পূর্ব বর্ধমান কেন্দ্রের রায়না,জামালপুর, কালনা, মেমারিতে তৃণমূল এগিয়েছিল।বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের অন্তর্গত বর্ধমান দক্ষিণে তৃণমূল গড় ধরে রাখে গত লোকসভা ভোটে। বর্ধমান উত্তর কেন্দ্রেও একচিত্র। মন্তেশ্বরে এগিয়ে যায় তৃণমূল।

নির্বাচনের সাম্প্রদায়িকরণ করছেন মমতা, শীতলকুচি নিয়ে ফের মমতাকে নিশানা বিজেপির