চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ম্যান সিটি ও রিয়াল, সেমিফাইনালে কে কবে খেলবে কার বিরুদ্ধে জেনে নিন

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে পৌঁছে গেল ম্যাঞ্চেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদ। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডকে হারাল ম্যান সিটি। অপর ম্যাচে লিভারপুলের সঙ্গে গোলশূন্য ড্র করে গোলপার্থক্যে এগিয়ে থাকার সুবাদে সেমিফাইনালে উঠল রিয়াল মাদ্রিদ।

এদিন ইদুনা-পার্কে আধিপত্য বজায় রেখেই খেলে ইংলিশ প্রিমিয়ার লিগের এক নম্বর দল। যদিও ১৫ মিনিটে বেলিংহামের গোলে এগিয়ে গিয়েছিল বরুসিয়া ডর্টমুন্ড। প্রথমার্ধে এই এক গোলেই এগিয়ে ছিল তারা। যদিও দ্বিতীয়ার্ধে বরুসিয়া কার্যত দাঁড়াতে পারেনি। ৫৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান রিয়াদ মাহরেজ। ভারের সাহায্য নিয়েও পেনাল্টি এড়াতে পারেনি বরুসিয়া। এরপর ৭৫ মিনিটে ফিল ফডেন জয়সূচক গোলটি করেন। কলকাতায় অনুষ্ঠিত ফিফা যুব বিশ্বকাপে নজরকাড়া ফডেন এখন ম্যান সিটির বড় ভরসা হয়ে উঠেছেন। গোলপার্থক্যে ৪-২ ব্যবধানে এগিয়ে সেমিফাইনালে পৌঁছে যায় ম্যান সিটি।

A stunning second-half show! 🤩

🟡 1-2 (2-4) 🔷 #ManCity | https://t.co/axa0klD5re pic.twitter.com/NO1GBBdaNj

— Manchester City (@ManCity) April 14, 2021

আগামী শনিবার তাদের চেলসির বিরুদ্ধে এফএ কাপ সেমিফাইনালও রয়েছে। চেলসিও চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে উঠেছে। ম্যান সিটি উয়েফা চ্যাম্পিয়ন্স ফাইনালে ওঠার লড়াইয়ে খেলবে প্যারিস সাঁ জাঁ-র বিরুদ্ধে।

😍 TO THE SEMIS! 😍#HALAMADRID | #UCL pic.twitter.com/aZe9cGiOKA

— Real Madrid C.F. 🇬🇧🇺🇸 (@realmadriden) April 14, 2021

চেলসির বিরুদ্ধে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল খেলবে জিনেদিন জিদানের প্রশিক্ষণাধীন রিয়াল মাদ্রিদ। এদিনই অপর কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে লিভারপুল ও রিয়াল মাদ্রিদের ম্যাচটি গোলশূন্যভাবে শেষ হয়। ম্যাচে যদিও লিভারপুলের আধিপত্য ছিল। কয়েকটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। প্রথম লেগে ৩-১ ব্যবধানে জয় পাওয়ায় সেই ব্যবধান ধরে রেখেই শেষ চারে পৌঁছে গেল রিয়াল। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগের সেমিফাইনাল ২৭ এপ্রিল। ৪ মে দ্বিতীয় লেগের সেমিফাইনাল