মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে রাজস্থান রয়্যালসের মুখোমুথি হতে চলেছে দিল্লি ক্যাপিটালস। তারই মধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত অক্ষর প্যাটেলের সাময়িক পরিবর্ত ঘোষণা করল ঋষভ পন্থ শিবির। চোটের কারণে ছিটকে যাওয়া শ্রেয়স আইয়ারের পরিবর্ত ক্রিকেটারের নামও একই সঙ্গে ঘোষণা করেছে দিল্লি ক্যাপিটালস।
বৃহস্পতিবার আইপিএল ও দিল্লি ক্যাপিটালসের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। তাতে জানানো হয়েছে যে করোনা ভাইরাসে আক্রান্ত অক্ষর প্যাটেলের সাময়িক পরিবর্ত হিসেবে স্যামস মুলানিকে দলে নেওয়া হয়েছে। অন্যদিকে চোটগ্রস্ত শ্রেয়স আইয়ারের পরিবর্ত হিসেবে দিল্লি ক্যাপিটালসের তরফে অল রাউন্ডার অনিরুদ্ধ যোশীর নাম ঘোষণা করা হয়েছে।
চলতি আইপিএল শুরুর মুখে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন অক্ষর প্যাটেল। মৃদু সংক্রমণ থাকায় দিল্লি ক্যাপিটালসের অল রাউন্ডারকে সেলফ আইসোলেশনে রাখা হয়েছে। আর কয়েক দিনের মধ্যেই আইপিএলে যোগ দেবেন অক্ষর। ততদিনের জন্য তাঁর পরিবর্ত হিসেবে মুম্বইয়ের বাঁ-হাতি ব্যাটসম্যান ও বোলার স্যামস মুলানির নাম ঘোষণা করেছেন দিল্লি ক্যাপিটালস। যদিও এই অল্প দিনের মধ্যে ওই পরিবর্ত ক্রিকেটারের প্রথম একাদশে খেলার সম্ভাবনা নেই বললেই চলে।
NEWS: Shams Mulani joins @DelhiCapitals as short-term COVID-19 replacement for Axar Patel; Anirudha Joshi replaces injured Shreyas Iyer. #VIVOIPL @Vivo_India
— IndianPremierLeague (@IPL) April 15, 2021
More details 👉 https://t.co/3z7AmJrDYr pic.twitter.com/HFsx6DVjpQ
অন্যদিকে পুনেতে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে চলার সময় কাঁধে চোট পেয়েছিলেন শ্রেয়স আইয়ার। এর জেরে আইপিএল তো বটেই, আগামী ৬ মাস তিনি বাইশ গজে নামতে পারবেন না। গত ৮ এপ্রিল শ্রেয়সের কাঁধে অস্ত্রোপচার হয়। চলতি আইপিএলে তাঁর পরিবর্তে দিল্লিকে নেতৃত্ব দিচ্ছেন ঋষভ পন্থ। যাঁর অধিনায়কত্বে আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে এমএস ধোনির চেন্নাই সুপার কিংসকে হারিয়ে দিয়েছে দিল্লি ক্যাপিটালস।