দিল্লি সরকার এবার জারি করে দিল সপ্তাহান্তের কার্ফু। প্রবলভাবে গত কয়েকদিনে দিল্লি জুড়ে বেড়েছে করোনার দাপট। সেই জায়গা থেকে এই কার্ফু জারি হয়েছে। বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও লেফ্টন্যান্ট গভর্নর অনিল বাউজালের বৈঠকের পরই এমন সিদ্ধান্ত গৃহিত হয়েছে।
এদিন এক প্রেস কন্ফারেন্স দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, ১৭ এপ্রিল থেকে দিল্লির বুকে সপ্তাহান্তের কার্ফু জারি হবে। করোনার নতুন স্রোত রুখতে এমন বন্দোবস্ত করা হচ্ছে বলে তিনি জানান। ফলে বোঝাই যাচ্ছে, এই সপ্তাহ থেকেই করোনার নতুন স্রোত রোখা নিয়ে দিল্লি সরকার কতটা তৎপর। দিল্লিতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ১৭,২৮২ জন ছিল গতকালের রিপোর্ট অনুযায়ী। করোনার অতিমারী থেকে ধরলে , এই সংখ্যক আক্রান্ত, ২৪ ঘণ্টার রেকর্ডে করোনার জেরে দেখা যায়নি দিল্লির বুকে। গত ২৪ ঘণ্টায় কোভিড আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০৪ জন হয়েছে দিল্লিতে।
এদিন করোনা সংক্রান্ত দিল্লির পরিস্থিতি সম্পর্কে অবহিত করতে দিয়ে কেজরিওয়াল এই ঘোষণা করেন। তিনি বলেন, শুক্রবার রাত ১০ টা থেকে সোমবার সকাল ৬ টা পর্যন্ত দিল্লিতে কার্ফু জারি থাকবে। করোনার বাড়-বাড়ন্তকে নজরে রেখে দিল্লি সরকার এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলে তিনি জানান। এই কার্ফুয়ের সময় সমস্ত রেস্তোরাঁ, মল , জিম বন্ধ থাকবে। কেবলমাত্রা অত্যাবশ্যকীয় পরিষেবা চালু থাকবে। যাতে সপ্তাহান্তে জমায়েতের সংখ্যা কমিয়ে দেওয়া হয়, তার জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে দিল্লি সরকার।