গেম চেঞ্জার শাহবাজকে নিয়ে বিরাট-পরিকল্পনা! অবিশ্বাস্য জয়ের পর উল্লাস ড্রেসিংরুমে, দেখুন ভিডিও

ম্যাক্সওয়েল, এবি-র চেয়ে তাঁকে এগিয়ে রাখলেন ব্যাটিং অর্ডারে। ডেথ ওভারে ওয়াশিংটন সুন্দরের চেয়েও বেশি ভরসা রাখলেন শাহবাজেই। বাংলার স্পিনার শাহবাজ আহমেদও আরসিবি অধিনায়ক বিরাট কোহলির আস্থার মর্যাদা দিলেন দারুণভাবেই। ২ ওভার ৭ রানের বিনিময়ে ৩ উইকেট। আরও ভালো করে বললে ম্যাচের ১৭তম ওভার। প্রথম দুই বল ও শেষ বলে তিন উইকেট তুলে নিলেন শাহবাজ। সানরাইজার্স হায়দরাবাদ বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচের মোড় ঘুরিয়ে দিল এই ওভারই। ম্যাচের সেরার পুরস্কার গ্লেন ম্যাক্সওয়েল পেলেও গেম চেঞ্জারের পুরস্কার পেয়ে খুশি বাংলার এই স্পিনার, যাঁর জন্ম হরিয়ানায়। সতীর্থ স্পিনারের সাফল্যে খুশি বল হাতে ম্যাচের আরও এক নায়ক মহম্মদ সিরাজ। যিনি চার ওভার হাত ঘুরিয়ে একটি মেডেন-সহ ২৫ রান দিয়ে তুলে নিলেন দুই উইকেট।

নাটকীয় মোড়

ম্যাচের ১৭তম ওভারে শাহবাজের হাতে বল তুলে দেন রয়্যাল চ্যালেঞ্জার্স অধিনায়ক বিরাট কোহলি। প্রথম বলে মণীশ পাণ্ডে, দ্বিতীয় বলে জনি বেয়ারস্টো ও শেষ বলে আব্দুল সামাদের উইকেট তুলে নিয়ে সানরাইজার্স হায়দরাবাদকে খাদের কিনারায় ঠেলে দিলেন শাহবাজ। নিজের বলেই সামাদের দুরন্ত ক্যাচও ধরেন শাহবাজ। এই ওভারে তিন উইকেট নিয়ে মাত্র ১ রান খরচ করলেন শাহবাজ। ডেথ ওভারে বাকি কাজটা সারলেন মহম্মদ সিরাজ ও হর্ষল প্যাটেল। যার ফলে ডেভিড ওয়ার্নারদের বিরুদ্ধে ৬ রানে অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে আইপিএলের লিগ তালিকার শীর্ষে চলে গেলেন বিরাট কোহলিরা। এই নিয়ে দ্বিতীয়বার আইপিএলের প্রথম দুটি ম্যাচ জিতল আরসিবি।

ছবি- বিসিসিআই/আইপিএল

বিরাট সিদ্ধান্ত

আরসিবি-র কোচ সাইমন কাটিচ জানালেন, শেষ স্ট্র্যাটেজিক টাইম আউটের সময় চার ওভার বাকি ছিল। আমরা জানতাম হর্ষল প্যাটেলের দুই ওভার আছে। একটা ওভার সিরাজ করবেন। আরেকটা কাকে দেওয়া যায় তা নিয়ে কথা বলার সময় বিরাটই বলেন, শাহবাজকে দিয়ে বোলিং করাব। শাহবাজ যে গতিতে বল ঘোরান তা এই উইকেটে কাজে লাগবে। বিরাটের বিচক্ষণ এই সিদ্ধান্তের আস্থা শাহবাজ দেন এরপর বল করতে এসেই।

ছবি- বিসিসিআই/আইপিএল

শাহবাজে আস্থা

গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডি ভিলিয়ার্সের আগেই এই ম্যাচে শাহবাজকে তিনে ব্যাট করতে পাঠান বিরাট কোহলি। ১০ বলে ১৪ রান করে শাহবাজ নাদিমকে তুলে মারতে গিয়ে তিনি আউট হন। তবে এই ১৪ রানের মধ্যেও তিনি মেরেছেন একটি ছয়। এরপর বল হাতে ম্যাচের মোড় ঘোরানো। জীবনে এই প্রথম গেম চেঞ্জারের পুরস্কার পেয়ে খুশি শাহবাজ বললেন, ডেভিড ওয়ার্নার মারমুখী ব্যাটিং করছিলেন। সে কারণেই হয়তো তিনি আউট হওয়ার পর আমাকে ফের ১৭তম ওভারে বল করতে ডাকেন ক্যাপ্টেন। এই উইকেটে যে আমি সাহায্য পাব তা বিরাট বুঝেছিলেন। তবে সবচেয়ে বড় কথা, অধিনায়কের আস্থার মর্যাদা দিতে পেরেছি। সেটাই আমাকে বেশি তৃপ্তি দিয়েছে। এই ছন্দ ধরে রাখতে চাই। বাংলার ক্রিকেটররা যেখানে ব্রাত্য, সেই কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধেও নিশ্চিতভাবে এমনই জবাব দিতে চাইবেন শাহবাজ।

ছবি- বিসিসিআই/আইপিএল

প্রশংসায় ভরালেন সিরাজ

মহম্মদ সিরাজ বললেন, প্র্যাকটিস ম্যাচে শাহবাজ ও রজত পাতিদার দুজনেই দারুণ খেলেছেন। শাহবাজ অলরাউন্ডার, তাই আমাদের বোলিং অপশন বেড়েছে শাহবাজ দলে থাকায়। ওয়াশিংটন সুন্দরের দুই ওভার বাকি ছিল। তবু বিরাট এই উইকেটে শাহবাজকেই যোগ্য মনে করেছেন। নিজের প্রথম ওভারেই শাহবাজ মণীশ পাণ্ডের উইকেট পেতে পারতেন ভাগ্যের সহায়তা পেলে। ক্রিজে দুই ডানহাতি ব্যাটসম্যান ছিলেন। তাই অধিনায়ক বাঁহাতি স্পিনারের উপরই আস্থা রেখেছেন। সেই আস্থার মর্যাদা দিয়ে নিজের দক্ষতার দারুণ প্রকাশ ঘটিয়ে আমাদের ম্যাচ জেতা নিশ্চিত করলেন শাহবাজ। নিজের বোলিং নিয়ে সিরাজ বলেন, কম রান থাকায় ব্যাটসম্যানদের উপর চাপ তৈরিই আমার কাজ ছিল। বেশি ডট বল দিতে চেয়েছি। প্রথম বলেই স্যুইং হওয়ায় বিশ্বাস ছিল স্যুইংয়ের সাহায্যে উইকেট পেলেই আমাদের জয় আসবে। সঠিক লেংথে বল রেখে তাই ব্যাটসম্যানদের ভুলের জন্য অপেক্ষা করে গিয়েছি।

ছবি- বিসিসিআই/আইপিএল

হ্যাটট্রিকের লক্ষ্যে

রবিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে জয়ের হ্যাটট্রিক সারতেই নামবে বিরাট কোহলির আরসিবি। আজ বিশ্রাম নিয়ে আগামীকাল থেকেই দিনে কেকেআরের বিরুদ্ধে ম্যাচের প্রস্তুতিতে নামবেন বিরাটরা। কেকেআর-বধ সারলেই হবে চলতি আইপিএলে জয়ের হ্যাটট্রিক। এই মুহূর্তে সর্বাধিক উইকেট পেয়ে পার্পল ক্যাপের অধিকারী হর্ষল প্যাটেলও চার ওভারে ২৫ রান দিয়ে শেষ ওভারে দুটি উইকেট পেয়েছেন। পরের ম্যাচের আগে নিজের ভুলত্রুটি শুধরে নেওয়াই তাঁর লক্ষ্য হর্ষলের।

ছবি- বিসিসিআই/আইপিএল

Game Day:Bowlers set up remarkable win for RCB

Maxwell‘s brilliant knock gave us a defendable total, & Shahbaz’s heroics along with Harshal’s death bowling skills helped us close out Sunrisers Hyderabad & make it 2 wins in 2 this #IPL2021.#PlayBold #WeAreChallengers #SRHvRCB pic.twitter.com/q9TcTjdVlg

— Royal Challengers Bangalore (@RCBTweets) April 15, 2021