বিসিসিআইয়ের পদে থাকার মেয়াদ নিয়ে আজ সুপ্রিম কোর্টে ভাগ্য পরীক্ষা হতে পারে সৌরভদের

সৌরভ গঙ্গোপাধ্যায়, জয় শাহদের বিসিসিআইয়ের পদে থাকার মেয়াদ সংক্রান্ত মামলায় আজ নির্দেশ জানাতে পারে সুপ্রিম কোর্ট। বিচারপতিরা এই মামলাটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন।

লোধা কমিশন বিসিসিআইয়ে যে সংস্কারের সুপারিশ করেছিল তা অনুযায়ী, বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিব জয় শাহ ও যুগ্ম সচিব জয়েশ জর্জের কুলিং অফে চলে যাওয়ার কথা। যদিও বোর্ডে তাঁদের মেয়াদ বাড়ানো ও বিসিসিআইয়ের সংবিধানে কয়েকটি সংস্কার আনতে সৌরভরা সুপ্রিম কোর্টে আবেদন করেন। দেশের প্রাক্তন প্রধান বিচারপতি দীপক মিশ্র-র নির্দেশ মেনে বোর্ডের সংবিধানে ছটি সংস্কারও আনতে চাইছে চাইছে বিসিসিআই। সেই প্রেক্ষিতেই শীর্ষ আদালতে আবেদন জানায় বোর্ড। বিসিসিআই সভাপতি হওয়ার আগে সৌরভ সিএবি-র সচিব ও সভাপতি ছিলেন। ২০১৩ সালে জয় শাহ-ও গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব হয়েছিলেন। লোধা সংস্কার মানলে তাঁদের তাই তিন বছরের কুলিং অফে যাওয়ার কথা। করোনা পরিস্থিতিতে অবশ্য বিষয়টি ঝুলে আছে।

করোনা পরিস্থিতির জেরে এই আবেদনের শুনানি না হওয়ায় এবং সুপ্রিম কোর্ট কোনও নির্দেশ না দেওয়ায় তাই স্বপদেই বহাল রয়েছেন সৌরভ-শাহ-জর্জ। বোর্ডের আবেদনটি বিবেচনার জন্য বিচারপতি এল নাগেশ্বর রাও এবং বিচারপতি বিনীত শরণকে নিয়ে দুই বিচারপতির প্যানেল তৈরি হয়। বিচারপতিরা এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও অভিহিত করেন। বিচারপতি রাও গত ১৬ ফেব্রুয়ারি বলেছিলেন, বোর্ডের এই আবেদনের শুনানির বিষয়টি ইতিমধ্যেই ছয়বার পিছিয়ে দেওয়া হয়েছে। এভাবে আর এই অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলার শুনানি বারবার স্থগিত রাখা যায় না। আমাদের সিদ্ধান্তে পৌঁছাতেই হবে। ২৩ মার্চ শুনানি হবে। যদিও ওইদিনও শুনানি না হওয়ায় শীর্ষ আদালত কোনও নির্দেশ দেয়নি। ওইদিন বিচারপতি রাও অন্য একটি গুরুত্বপূর্ণ মামলা নিয়ে ব্যস্ত ছিলেন। এরপর আজ এ বিষয়ে শুনানির দিন ধার্য হয়।