নয়াদিল্লি: দেশে লাফিয়ে বাড়ল করোনা সংক্রমণ। এবার ভেঙে গেল ২ লক্ষের গন্ডিও। শেষ ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ লক্ষেরও বেশি। এই সময়ের মধ্যে মৃত্যু হল ১ হাজার ৩৮ জনের। পরিসংখ্যান বলছে দেশে বুধবার করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৭৩৯ জন। অন্যদিকে এই সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠেছে ৯৩ হাজার ৫২৮ জন।
দেশে নতুন করোনা সংক্রমণ ও মৃত্যুর জেরে মোট সংখ্যাও বাড়ল ব্যাপক হারে। দেশে এখন মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ কোটি ৪০ লক্ষ ৭৪ হাজার ৫৬৪ জনের। এরমধ্যে অবশ্য সুস্থ হয়ে উঠেছে এমন মানুষের সংখ্যা ১ কোটি ২৪ লক্ষ ২৯ হাজার ৫৬৪ জন। দেশে করোনার অ্যাক্টিভ রোগীর সংখ্যা ১৪ লক্ষ ৭১ হাজার ৮৭৭ জনে এসে দাঁড়িয়েছে। করোনার ভয়াল থাবায় এখন অবধি মৃত্যু হয়েছে মোট ১ লক্ষ ৭৩ হাজার ১২৩ জনের।
সারা দেশেই করোনার চিত্রটা গড়পড়তা একই রকমের। এরমধ্যে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, দিল্লি সহ মোট ১০ টি রাজ্যে পরিস্থিতি খুবই ভয়ঙ্কর হয়ে উঠেছে। রাজধানী দিল্লিতেও অবস্থা অত্যন্ত খারাপ। দিল্লির সবচেয়ে বড় শ্মশান নিগমবোধ ঘাটে প্রতিদিনকার শেষকৃত্যের সংখ্যা ১৫ থেকে একবারে দ্বিগুণ হয়ে ৩০ এ এসে পৌঁছেছে। হাসপাতালে লাইন, শেষকৃত্যে লাইন-করোনায় কাবু দেশ।
বুধবার দিল্লিতে করোনার জেরে মৃত্যু হয়েছে ১০৪ জনের, যা কিনা নভেম্বর ২০ এর পর থেকে সর্বোচ্চ। অন্যদিকে এই দিনই মোট দেশজুড়ে মৃত্যু হয়েছে ১০২৭ জনের, যা কিনা ১৮ অক্টোবরের পর থেকে সর্বোচ্চ। ২০২০ সালের ১৮ অক্টোবরে দেশে করোনার জেরে মৃত্যু হয়েছিল ১০৩৩ জনের।
ছত্তিশগড় থেকে তো রীতিমতো হাঢ়িম করা ছবি সামনে এসেছে। ছত্তিশগড়ের রাজনন্দগাঁওয়ে দেখা গেল করোনায় মৃত ব্যক্তিদের দেহ বহন করা হচ্ছে আবর্জনার ভ্যানে করে! একটি ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে, পিপিই কিটসে মোড়া স্যানিটেশন কর্মীরা করোনায় মৃত ব্যক্তিদের দেহ শেষকৃত্যস্থলে নিয়ে যাওয়ার জন্য ভ্যানের পিছনে ডাই করে তুলছে! পরিসংখ্যান বলছে দেশের যে ১০ টি রাজ্যে মারাত্মক ভাবে করোনা ছড়িয়ে পড়েছে তার মধ্যে রয়েছে ছত্তিশগড়ও। ফলে ক্রমবর্ধমান আক্রান্ত ও মৃতের সংখ্যার জেরে ছত্তিশগড়ের স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি ভেঙে গিয়েছে।
পাশাপ্সহি করোনার দ্বিতীয় ঢেউয়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মহারাষ্ট্র। সেখানে হাসপাতালে বেড নিয়ে সংকট দেখা দিতে শুরু করেছে। অনেকেই হাসপাতালে ভর্তি হতে পারছেন না। করোনা তাণ্ডব চলছে দেশজুড়ে। মৃত্যুহারও বেড়েছে। পরিস্থিতি সঙ্গীন।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.