সৌপ্তিক বন্দ্যোপাধ্যায় : আজ চৈত্র সংক্রান্তি। আজ বাংলার গ্রামাঞ্চল থেকে শহর সর্বত্র ঝাঁপ ও চড়ক হবে। কিন্তু হাওড়ার কাসুন্দিয়ায় হয় একদিন পরে। কারণ এখানে হয় বাসি ঝাঁপ ও বাসি চড়ক।

কেন এমন হয়? জানা যায় মূলত দুটি কারন রয়েছে। জনৈক সন্দীপ বাগের থেকে জানা যায় , খিদিরপুরের জমিদার ভূকৈলাশ মন্দিরের প্রতিষ্ঠাতা ঘোষালদা শিবপুর মন্দিরতলা য় ঝাঁপ চড়ক করতেন নির্দিষ্ট দিনে। তাদের এখানেও প্রভাব ছিল। সেজন্য তাদের প্রভাবে একদিন পরে ঝাঁপ চড়কের ব্যবস্থা। পাশাপাশি এখানে একবার ঝাঁপে দুর্ঘটনা ঘটে, আর একবার ঝড়ের প্রকোপে নির্দিষ্ট দিনে চড়ক করা যায় নি। সেজন্য বাসি করা হয়েছিল। মূলত এই দুটি কারণ ছিল বলে জানা যায়।

কাসুন্দিয়া অঞ্চলে সঙ শোভাযাত্রার ঐতিহ্য ছিল। নীচুবর্ণের মানুষেরা উচ্চবিত্তকে নকল করে, বিভিন্ন দেবদেবীর পোশাকে সজ্জিত হয়ে, কখনো জমিদার বা ব্রাহ্মণদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে এই শোভাযাত্রা এগিয়ে নিয়ে যেতো। চৈত্র মাসে মহাদেব নিম্নবর্গীয়দের হাতে পূজিত হন। যে কেউ এই কদিন পৈতে ধারণ করতে পারেন। এই উৎসবে নিম্নবর্গীয়রা ক’দিন সন্ন্যাসী হিসেবে সমাজের উচ্চবর্ণের মান মর্যাদা পান, মাধুকরী হিসেবে বেশ কিছুটা স্বাচ্ছন্দ্য আসে গরীবদের পরিবারে। এগুলো সেই সময়ের গাজনের অর্থনৈতিক ও সামাজিক কারণ ছিল। সময়ের বদল হলেও বদল হয়নি রীতি। এখনও কাসুন্দিয়ায় মাধুকরী করার একইরকম রয়েছে। গত ২০২০ ও এই বছরে অবশ্য করোনার জন্য এখানকার চিত্র সম্পূর্ণ অন্যরকম।

নীল ষষ্ঠীর দিনে এখানকার গাজনের সন্ন্যাসীরা দল বেঁধে ভোলেবাবার মন্ত্র ধ্বনি ও ঢাকের আওয়াজকে সঙ্গী করে এলাকার বিভিন্ন পাড়া পরিক্রমা করেন। উপোস রতা মেয়ে বউরা গলায় কাপড় জড়িয়ে এনাদের প্রনাম করেন ও হলুদ জলে পা ধুইয়ে দেন। দেখা যায় উচ্চ বর্ণের গৃহবধূ প্রনাম করছেন নিম্নবর্ণের বয়সে ছোটো গাজনের সন্ন্যাসীকে।গৃহীভক্তরা সন্ন্যাসীদের আশীর্বাদ গ্রহণ করে সাধ্যমত ফলমূল প্রনামী দেন। ঝাঁপ ও চড়ক মেলায় এখানে প্রচন্ড ভীড় হয়, এলে মনে হবে মহানগরের মাঝখানে নয় এসে পড়েছেন বোধহয় গ্রামের নাগরদোলা, ভেঁপু বাঁশি, কৃষ্ণনগরের মাটির পুতুল শোভিত কোনো চড়ক মেলায়।

কাসুন্দিয়া শিবতলা ও এখানকার সবচেয়ে বড় পাব্বণ ঝাঁপ, চড়ক। চড়ক পূজা বিশেষত বাংলার বিখ্যাত উৎসব । চৈত্রের শেষ দিনে এই পূজা অনুষ্ঠিত হয় এবং বৈশাখের প্রথম দু-তিন দিনব্যাপী চড়ক পূজার উৎসব চলে। লিঙ্গপুরাণ, বৃহদ্ধর্মপুরাণ এবং ব্রহ্মবৈবর্তপুরাণে চৈত্র মাসে শিব আরাধনা প্রসঙ্গে নৃত্যগীতাদির উল্লেখ থাকলেও চড়ক পূজার উল্লেখ পাওয়া যায় না।পঞ্চদশ-ষোড়শ শতাব্দীতে রচিত গোবিন্দানন্দের ‘বর্ষক্রিয়াকৌমুদী’ এবং রঘুনন্দনের ‘তিথিতত্ত্বে’ চড়কের উল্লেখ মেলে না। লোকগবেষকদের কাছ থেকে জানা যায়, পাশুপত সম্প্রদায়ের মধ্যে প্রাচীনকালে চড়ক উৎসব প্রচলিত ছিল। তবে চড়ক পূজা সঠিক কবে থেকে এবং কিভাবে শুরু হয়েছিল তার সঠিক ইতিহাস আজও জানা যায়নি।‘চড়ক’ বা ‘শিবের গাজন’ বা ‘নীল পূজা’ এক এক জায়গায় এক এক নামে পরিচিত। যেমন, চড়ক পূজার নাম মালদহে ‘গম্ভীরা’ বা দিনাজপুরে ‘গমীরা’। ইতিহাস ঘেঁটে কেউকেউ জানিয়েছেন, শিবের গাজনের উৎপত্তি নাকি ধর্মঠাকুরের গাজন থেকে। তবে জনশ্রুতি রয়েছে, পঞ্চদশ শতকের শুরুর দিকে সুন্দরানন্দ ঠাকুর নামে এক রাজা এই চড়ক-পূজার প্রথম প্রচলন করেন। রাজ পরিবারের লোকজন এই পূজা আরম্ভ করলেও চড়কপূজা কোনোদিনই রাজ-রাজড়াদের পূজা ছিল না। চড়ক হিন্দু সমাজের লোকসংস্কৃতির অঙ্গ মাত্র বলা। আসলে এই পূজার সন্ন্যাসীরা প্রায় সবাই হিন্দু ধর্মের নিম্নবিত্ত সম্প্রদায়ের লোক। তাই চড়ক পূজায় কোনও ব্রাহ্মনের প্রয়োজন পড়ে না।মহাদেবের সন্তুষ্টি লাভের আশায় সপ্তাহব্যাপী নানান পূজার আয়োজন করা হয়। ‘ফলপূজা’, ‘কাদাপূজা’, ‘নীলপূজা’সহ সপ্তাহব্যাপী বিভিন্ন পূজা শেষে আয়োজন করা হয় চড়ক পূজার। এই চড়ক পূজায় সাধারণত গ্রামে একজন ‘মূল সন্ন্যাসী’ থাকেন যিনি বাকিদের পরিচালনা করেন। গ্রামের যেকেউ এই ‘বিশেষ সন্ন্যাস’ নিতে পারেন। তবে সন্ন্যাস নেওয়ার জন্যে এক মাস উপবাস, ফলাহার, হবিষ্যির মতো কঠিন নিয়মের মধ্যে দিয়ে যেতে হয় তাঁকে। তবে কালের গতিতে আজ এই নিয়ম এখন অনেকটাই শিথিল। এখন শুধুমাত্র একমাস বা একসপ্তাহ নিরামিষ আহারের মাধ্যমে সন্ন্যাস পালন করেন সন্ন্যাসীরা।

মাসব্যাপী উপবাস এবং নানা প্রকারের দৈহিক যন্ত্রণা ধর্মের অঙ্গ বলে বিবেচিত হয় এই উৎসবে, হিন্দু ধর্মে যাকে বলে ‘কৃচ্ছ সাধনা’। উদ্যোক্তারা কয়েকজনের একটি দল নিয়ে সারা অঞ্চলে ঘুরে বেড়ান। দলে থাকেন একজন শিব এবং গৌরী। মাঝে মাঝে কালী, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণপতি, অসুর এবং দুর্গার বাহন সিংহকেও দেখা যায়।শিব ভক্তিমূলক গানের সঙ্গে চলে নাচাগানা।সখীদের পায়ে বাঁধা থাকে ঘুঙুর।সঙ্গে থাকে ঢোল-কাঁসরসহ একদল বাদক।সখীরা গান ও বাজনার তালে তালে নাচে।এদেরকে স্থানীয় ভাষায় কেউকেউ ‘নীল পাগলের দল’ও বলে থাকেন। চড়কগাছে ভক্ত বা সন্ন্যাসীকে একটি চাকার সঙ্গে বেঁধে দ্রুতবেগে ঘোরানো হয়। তাঁর পিঠে, হাতে, পায়ে, জিহ্বায় এবং শরীরের অন্যান্য অঙ্গে বাণ-শলাকা বিদ্ধ করা হয়। লোকবিশ্বাস, তন্ত্রশক্তির সাহায্যে নানান অসাধ্য সাধন করা হয় এই চড়ক পূজার সময়। চড়ক পূজায় ঈশ্বরের ভর করা, কাঁচের ওপর দিয়ে হাঁটা, জ্বলন্ত কয়লার ওপর দিয়ে হাঁটা, হাতে অস্ত্র দিয়ে কোপানো, ধারাল অস্ত্রের ওপর দাঁড়ানো ইত্যাদি নানান কেরামতি চলতে থাকে। অষ্টাদশ শতকের প্রথম দিকে ব্রিটিশ সরকার আইন করে এই নিয়ম বন্ধ করলেও গ্রামের সাধারণ লোকের মধ্যে এসব এখনও প্রচলিত।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

করোনা পরিস্থিতির জন্য থিয়েটার জগতের অবস্থা কঠিন। আগামীর জন্য পরিকল্পনাটাই বা কী? জানাবেন মাসুম রেজা ও তূর্ণা দাশ।