মুম্বই: চেন্নাইকে হারিয়ে শুরুটা ভালো হলেও দিল্লি ক্যাপিটালস শিবিরে আবারও করোনা উদ্বেগ। করোনা ভাইরাসের কোপে পন্তের দলের প্রোটিয়া ফাস্ট বোলার অ্যানরিচ নর্তজে। নেগেটিভ রিপোর্ট নিয়ে হোটেল কোয়ারেন্টাইনে প্রবেশ করলেও প্রোটিয়া পেসারের পরবর্তী কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। সর্বশেষ পরীক্ষার রিপোর্ট আবার নেগেটিভ। বুধবার সন্ধ্যায় গত আইপিএলের অন্যতম সফল বোলারের আরও একটি রিপোর্ট আসার কথা। সেই রিপোর্ট নেগেটিভ এলে নিভৃতবাস ছেড়ে জৈব বলয়ে প্রবেশ করতে পারবেন তিনি।
বাঁ-হাতি স্পিনার অক্ষর প্যাটেলের পর দিল্লির দ্বিতীয় ক্রিকেটার হিসেবে নর্তজে করোনা আক্রান্ত হয়েছেন বলা যায়। বুধবারের রিপোর্ট না হাতে পাওয়া অবধি শঙ্কায় রয়েছে গোটা শিবির। তবে দ্বিতীয় রিপোর্ট পজিটিভ এলেও নর্তজের শরীরে কোনও উপসর্গ ছিল না। ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে জাতীয় ওয়ান-ডে দলের স্কোয়াডে ছিলেন এই প্রোটিয়া পেসার। দেশের জার্সিতে কর্তব্য পালন করে গত সপ্তাহেই ভারতে পা রেখেছেন তিনি। নর্তজে একাই নন, গত মঙ্গলবার অর্থাৎ ৬ এপ্রিল দিল্লির আরেক পেসার কাগিসো রাবাদাও দেশের হয়ে ঘরের মাঠে ওয়ান-ডে সিরিজ খেলে এদেশে পা রেখেছেন। সাতদিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকার কারণে ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে প্রথম ম্যাচে মাঠে নামার অবকাশ ছিল না দু’জনের।
বৃহস্পতিবার দিল্লি টুর্নামেন্টে তাদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে। স্বাভাবিকভাবেই নর্তজেকে সেই ম্যাচে পাওয়ার সম্ভাবনা নেই। তবে এর পরবর্তী ম্যাচে তাঁকে পাওয়া যাবে কীনা, তা অনেকটাই এদিনের রিপোর্টের উপর নির্ভর করছে। ফলে গত মরশুমে দিল্লির জার্সিতে ১৬ ম্যাচে ২২ উইকেট নেওয়া এই পেসারকে নিয়ে যথেষ্ট উদ্বেগের মধ্যে দিল্লি ফ্র্যাঞ্চাইজি। উল্লেখ্য, গত আইপিএলে টুর্নামেন্টের সবচেয়ে দ্রুততম ডেলিভারিটিও এসেছিল এই প্রোটিয়া পেসারের হাত থেকে।
নর্তজের করোনায় আক্রান্ত হওয়ার ঘটনায় আয়োজকদেরও উদ্বেগ যে খানিকটা বাড়িয়ে দিয়েছে, তা বলাই বাহুল্য। দেশে করোনার দ্বিতীয় ওয়েভের মধ্যে এমনিতেই এরকম একটি টুর্নামেন্ট আয়োজন বিসিসিআই’য়ের কাছে যথেষ্ট চ্যালেঞ্জিং। সেখানে এমন ঘটনা উৎকণ্ঠা বাড়াতে বাধ্য। তবে বুধবারের রিপোর্ট নেগেটিভ এলে পরিস্থিতি স্বাভবিক হবে অনেকটাই।
উল্লেখ্য, টুর্নামেন্টের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ৭ উইকেটে হারিয়ে অভিযান শুরু হয়েছে দিল্লি ক্যাপিটালসের। চেন্নাই’য়ের ১৮৯ রান তাড়া করে ৮ বল বাকি থাকতেই ম্যাচ জিতে যায় দিল্লি। আইপিএলে অধিনায়কত্বের অভিষেকে জয় পান ঋষভ পন্ত। ব্যাট হাতে দিল্লির জয়ের নায়ক পৃথ্বী শ এবং শিখর ধাওয়ান।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.