করোনা বাড়িয়ে পালাচ্ছেন মোদী-শাহরা
রাজ্যে করোনা বাড়িয়ে পালাচ্ছেন নরেন্দ্র মোদী-অমিত শাহরা। এদিন ডাবগ্রাম-ফুলবাড়ির সভা থেকে এমনটাই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন অবশ্য শুরু থেকেই রাজ্যে করোনার বাড়বাড়ন্তের জন্য বিজেপিকেই দায়ী করেছেন তিনি। আগের সভায় বলেছিলেন, রাজ্যে আবার কোভিড ছড়িয়ে দিয়েছে ওরা। সব ভালো করে দিয়েছিলাম। ভোটে প্রচারের নামে বিস্তর লোক বাইরে থেকে এনেছে ওরা। তারাই করোনা ছড়িয়ে দিয়ে পালিয়ে গিয়েছে। তিনি বলেন, আগেরবার যখন করোনা হয়েছিল তখন ওরা কেউ আসেনি। এবার ভোটের প্রচারের জন্য এসেছে। প্রসঙ্গত উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী করোনা আক্রান্তের খবর মিলেছে এদিনই। এর আগে তিনি এরাজ্যে একাধিক জায়গায় ভোটপ্রচার করেন। তবে নিজের দফতরের একাধিক আধিকারিক করোনা আক্রান্ত হওয়ায় নিজেকে আইসোলেশনে রেখেছিলেন তিনি।
টিকা দেয়নি মোদী
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন একের পর এক সভায় অভিযোগ করেন, তিনি টাকা নিয়ে তৈরি ছিলেন। প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছিলেন, সবার জন্য টিকার ব্যবস্থা করার জন্য। কিন্তু তা করা হয়নি। তিনি এদিন বলেন. যদি সময় মতো টিকা দিত তাহলে করোনা ছড়াত না। একবছর সময় পেয়েও কিছুই করতে পারেনি কেন্দ্র। প্রসঙ্গত উল্লেখ্য সোমবারও অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন দেশের প্রয়োজন না মিটিয়ে ইংল্যান্ড, আমেরিকার মতো দেশে করোনার টিকা পাঠাচ্ছে মোদী সরকার। দেশের মানুষকে মেরে বিশ্বের কাছে নাম কিনতে চাইছেন তিনি।
তিনি টিকার ব্যবস্থা করেছেন
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ডাবগ্রাম-ফুলবাড়ির সভায় জানিয়েছেন, নিজের উদ্যোগে তিনি কিছু টিকার ব্যবস্থা করতে পেরেছেন। তারা সাধারণ মানুষের মধ্যে দেওয়ার হবে বলেও জানিয়েছেন তিনি।
মাস্ক পরুন
এদিন ডাবগ্রাম-ফুলবাড়ির সভায় মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের কাছে অনুরোধ করেন, মাস্ক পরুন। নিজের ক্ষেত্রে তিনি বলেন, ভাষণ দেওয়ার সময় তিনি মাস্ক সরিয়ে রাখেন। কেননা ঘন্টার পর ঘন্টা ভাষণ দিতে গেলে মাস্ক পরা যায় না। তবে তিনি অন্য কারও সঙ্গে কথা বলার সময় মাস্ক পরেন বলে জানিয়েছেন।