সর্বমোট আক্রান্তের সংখ্যা ৬,২৪,২২৪
বুধবারের হেলথ বুলেটিনে বলা হয়েছে, রাজ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৮৯২ জন। ফলে সর্বমোট আক্রান্তের সংখ্যা ৬,২৪,২২৪ জন। সক্রিয় আক্রান্তের সংখ্যা ৩২, ৬২১ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৫, ৮৭, ০৩৭ জন। গত ২৪ ঘন্টায় ২২৯৭ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে সব থেকে বেশি মুক্তি ঘটেছে কলকাতায় (৬২০)। তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা (৫৪৬)। এরপরেই রয়েছে হাওড়া ( ১৫৯) এবং হুগলি (১৩৫) ।
সংক্রমণে শীর্ষে কলকাতা, তারপর উত্তর ২৪ পরগনা
(ব্রাকেটে আগের দিনের আক্রান্তের সংখ্যা)
এদিন সবচেয়ে বেশি করোনায় আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে কলকাতায়। তারপর রয়েছে উত্তর ২৪ পরগনা। এদিন কলকাতায় ১৬০১ (১২৭১) জন আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ১২ (২১), কোচবিহারে ২২ (১৫) , দার্জিলিং ১০৯ (১১৩), কালিম্পং ১৪ (১১) , জলপাইগুড়ি ৯৮ (৬৬), উত্তর দিনাজপুরে ৮০ (৭৮), দক্ষিণ দিনাজপুরে ৪০ (৩), মালদহ ২৪৯ (১৪৯), মুর্শিদাবাদে ১৭০ (১৪৮), নদিয়া ১৬৮ (১০৫), বীরভূম ৩২৯ (২৮৩), পুরুলিয়া ১২৫ (১২০), বাঁকুড়ায় ৪৯ (৬৭), ঝাড়গ্রাম ১২ (৩), পশ্চিম মেদিনীপুরে ৮১ ( ৭২), পূর্ব মেদিনীপুর ৮৫ (১০২), পূর্ব বর্ধমান ১৬২ (১৪০), পশ্চিম বর্ধমান ২৫৩ (১৬৬), হাওড়া ৩৩০ ( ২৮৪), হুগলিতে ২৮৯ (১৬৮), উত্তর ২৪ পরগনায় ১২৭৭ (১১৩৪), দক্ষিণ ২৪ পরগনায় ৩৩৭ ( ২৯৮) জন আক্রান্ত হয়েছেন।
সুস্থতার হার কমেছে
মঙ্গলবারের থেকে বুধবার সুস্থতার হার সামান্য কমেছে। মঙ্গলবার সুস্থতার হার ছিল ৯৩. ৬৭ % । বুধবার তা কমে হয়েছে ৯৩. ১৬ %। এদিন স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইটে জানানো হয়েছে সারা দেশে সুস্থতার হার কমে হয়েছে 88.92%। সারা দেশে মৃত্যুর হার রয়েছে ১.২৪ %-এ।
মৃত্যু হয়েছে ২৪ জনের
গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ২৪ জনের। মঙ্গলবার ২০ এবং সোমবার ১৪ জনের মৃত্যু হয়েছিল। এদিন মৃতের সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে ১০,৪৫৬-তে। এবছরের ৫ জানুয়ারি শেষবার মৃত্যুর সংখ্যা ২৪ ছুঁয়েছিল।
কলকাতায় মৃত্যু হয়েছে ৩১৭৫ জনের
এদিন যে ২৪ জনের মৃত্যু হয়েছে রাজ্য, তাঁদের সাতজন কলকাতার বাসিন্দা। সাতজন উত্তর ২৪ পরগনা, পশ্চিম বর্ধমানে চারজন, দুজন মুর্শিদাবাদ এবং একজন করে দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমানের বাসিন্দা। এখনও পর্যন্ত কলকাতায় করোনায় মৃত্যু হয়েছে ৩১৭৫ জনের। মৃত্যুর সংখ্যার নিরিখে কলকাতার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে মৃত্যু হয়েছে ২৫৬৭ জনের।
স্যাম্পেল পরীক্ষা
এদিন সারা রাজ্যে ৪৩, ৪৬৩ টি স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে। মঙ্গলবার পরীক্ষা করা হয়েছিল ৪২,২১৪ টি স্যাম্পেল। সোমবার ৩৭,১১৬ টি স্যাম্পেল পরীক্ষা করা হয়েছিল। এখনও পর্যন্ত রাজ্যে স্যাম্পেল পরীক্ষা হয়েছে ৯৬, ৩২, ৮৪১ টি। প্রতি ১০০ টি পরীক্ষায় আক্রান্ত চিহ্নিত হয়েছে ৬.৫৪ %।