বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। প্রতিদিনই বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টি নামতে পারে দক্ষিণবঙ্গে। কিন্তু বৃষ্টির দেখা নেই। মঙ্গলবারও তিন জেলায় বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস। দুই মেদিনীপুরেও বৃষ্টির পূর্বাভাস ছিল।
দেশের একাধিক জায়গায় ঘূর্ণাবর্ত
মৌসম ভবন জানিয়েছে, দেশের একাধিক জায়গায় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আইএমডি-র পূর্বাভাস, দেশের দক্ষিণ উপদ্বীপের উপর ঘূর্ণাবর্তের কারণে আগামী চার-পাঁচদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তারসঙ্গে বইতে পারে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। তামিলনাড়ু, কেরল, কর্ণাটকের উপকূলে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে ১৪ থেকে ১৬ এপ্রিল।
মধ্যপ্রদেশের ঘূর্ণাবর্তের প্রভাব পড়বে পশ্চিমবঙ্গে
আইএমডি-র পূর্বাভাস আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে মধ্যপ্রদেশের দক্ষিণ-পশ্চিমে। এর প্রভাব পড়বে পশ্চিমবঙ্গে। মধ্যপ্রদেশ, বিদর্ভ, তেলেঙ্গানা, ছত্তিশগড়, ওড়িশার পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। বইতে পারে ঝোড়ো হাওয়া। এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী চার-পাঁচদিনের মধ্যে।
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস
এদিকে ভোটের বাংলায় তাপমাত্রাও বাড়ছে হু-হু করেষ সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৫ ডিগ্রি, স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি। তাও স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯১ শতাংশ সর্বোচ্চ, সর্বনিম্ন ৩৮ শতাংশ।