কাজ করে তৃণমূল, জয় সিপিএম-এর
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, শিলিগুড়িতে তৃণমূল কাজ করে, কিন্তু ভোট পায় সিপিএম। শিলিগুড়ির সিপিএম প্রার্থী অশোক ভট্টাচার্যকে আক্রমণ করে তিনি বলেন, শিলিগুড়িতে তিনি কিছুই করেননি , তাও তিনি সেখানে ভোট পান। এবার আর ভুল না করে, সাধারণ মানুষের কাছে তৃণমূলকে ভোট দিতে আহ্বান করেন।
শিলিগুড়িতে অশোক ভট্টাচার্য
মধ্যে ২০১১ সাল বাদ দিয়ে ১৯৯১ সাল থেকে টানা শিলিগুড়ি আসন থেকে জিতে আসছেন অশোক ভট্টাচার্য। বাম আমলে পুর-নগরোন্নয়ন দফতর-সহ একাধিক গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রীও ছিলেন তিনি। পরে শিলিগুড়ির মেয়র হন। তবে মধ্যে ২০১১ সালে পরিবর্তনের ডাকে তিনি হেরে গিয়েছিলেন রুদ্রনাথ ভট্টাচার্যের কাছে। তবে ফের ২০১৬-তে সেই আসন থেকে তৃণমূল প্রার্থীকে হারিয়ে জয়ী হন তিনি।
শিলিগুড়িতে এবার প্রতিদ্বন্দ্বিতা বহুমুখি
এবার শিলিগুড়িতে প্রতিদ্বন্দ্বিতা বহুমুখি। অশোক ভট্টাচার্যের বিরুদ্ধে ওমপ্রকাশ মিশ্রকে প্রার্থী করেছে তৃণমূল। অন্যদিকে অশোক ভট্টাচার্যের সঙ্গে পুরসভায় দায়িত্ব সামলানো যুব নেতা শঙ্কর ঘোষ বিজেপিতে যোগ দিয়েই শিলিগুড়ি আসন থেকে অশোক ভট্টাচার্যের বিরুদ্ধে প্রার্থী হয়ে যান। অন্যদিকে, ওমপ্রকাশ মিশ্রকে শিলিগুড়িতে প্রার্থী করার প্রতিবাদ করে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন শিলিগুড়ি বিধানসভার তৃণমূলের চেয়ারম্যান নান্টু পাল এবং তাঁর স্ত্রী।
হিন্দিভাষীদের কাছে আবেদন
এদিনের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ি এবং ডাবগ্রাম-ফুলবা়ড়ি এলাকার হিন্দিভাষী জনগণের কাছে তৃণমূলকে ভোট দিতে আহ্বান করেন। তিনি বলেন, বিজেপি অসমে হিন্দিভাষীদেরও ক্যাম্পে পাঠিয়েছে। সেইকথা মনে রেখে হিন্দিভাষীদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, তিনি থাকতে এনআরসি হতে দেবেন না। তিনি আরও বলেন, এমন খেলা খেলতে হবে, যাতে মাঠের বাইরে চলে যাবে বিজেপি।