চেন্নাই: গতকাল মুম্বই’য়ের পর বুধবার চেন্নাই’য়ের পিচে স্বল্প পুঁজিতে বাজিমাত করল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বোলারদের দুরন্ত পারফরম্যান্সে স্কোরবোর্ডে মাত্র ১৪৯ রান তুলেও ৬ রানে ম্যাচ জিতে নিল কোহলির আরসিবি। একইসঙ্গে চতুর্দশ আইপিএলের প্রথম দু’টো ম্যাচ জিতে দারুণ শুরু তাদের।

এদিন কোহলির দলে ব্যাট হাতে অর্ধশতরান করে যদি নায়ক হক ম্যাক্সওয়েল, তাহলে বল হাতে ৭ রানে তিন উইকেট নিয়ে জয়ের আরেক নায়ক বাংলার স্পিনার শাহবাজ আহমেদ। তাও একই ওভারে। ১৭ তম ওভারে বাংলার স্পিনারের কাঁধে চড়েই কঠিন ম্যাচে উতরে গেল কোহলির দল। ২৪ বলে ৮ উইকেটে সানরাইজার্সের প্রয়োজন ছিল মাত্র ৩৫ রান। ক্রিজে জনি বেয়ারস্টো এবং মনীশ পান্ডে।

এমন পরিস্থিতিতে এসে ১৭তম ওভারে বেয়ারস্টো, পান্ডে এবং সামাদকে ফিরিয়ে ম্যাচের গতিপ্রকৃতি সম্পূর্ণ ঘুরিয়ে দিলেন গত মরশুমে রঞ্জি ট্রফিতে উল্লেখযোগ্য পারফর্ম করা বাংলার এই স্পিনার। এর আগে চেন্নাইয়ে এদিন টস জিতে আরসিবি’কে প্রথমে ব্যাটিং’য়ের আমন্ত্রণ জানান সানরাইজার্স অধিনায়ক ডেভিড ওয়ার্নার। তুলনামূলক মন্থর চেন্নাই’য়ের পিচে আরসিবি’র হয়ে ব্যাট হাতে সবচেয়ে সফল গ্লেন ম্যাক্সওয়েল। তাঁর ৪১ বলে ৫৯ রানে ভর করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৯ রান তোলে আরসিবি।

অজি ব্যাটসম্যানের ইনিংসে ছিল ৫টি চার এবং ৩টি ছয়। অধিনায়ক কোহলি করেন ২৯ বলে ৩৩। আঁটোসাঁটো বোলিং’য়ে কোহলির দলকে দেড়শোর মধ্যে বেঁধে রাখেন রশিদ খান-জেসন হোল্ডাররা। তিন উইকেট নিয়ে হোল্ডার এদিন সবচেয়ে সফল হলেও সবচেয়ে কৃপণ বোলিং করেন আফগান স্পিনার রশিদ। ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। জবাবে ঋদ্ধিমান সাহার উইকেট শুরুতে হারালেও দ্বিতীয় উইকেটে মনীশ পান্ডেকে নিয়ে সানরাইজার্সের জয়ের রাস্তা সুগম করে দেন অধিনায়ক ওয়ার্নার।

মনীশ পান্ডের ব্যাটে তাগিদ কম দেখা গেলেও ৩৭ বলে ৫৪ রানের ইনিংস খেলে দলের স্কোরবোর্ড সচল রেখেছিলেন অজি ওপেনার। ১৪ তম ওভারে জেমিসনের বলে ক্রিশ্চিয়ানের হাতে ক্যাচ দিয়ে ওয়ার্নার ফিরলেও সানরাইজার্সের কাজ কঠিন মনে হয়নি। দলের রান তখন ১৩.২ ওভারে ২ উইকেটে ৯৬। ১৬ ওভার অবধিও পাল্লা ভারি ছিল সানরাইজার্সের দিকেই।

কিন্তু ১৭তম ওভারের প্রথম, দ্বিতীয় এবং অন্তিম বলে যথাক্রমে বেয়ারস্টো, পান্ডে এবং সামাদকে ফিরিয়ে সমীকরণ বদলে দেন শাহবাজ। শেষ তিন ওভারে সানরাইজার্সের প্রয়োজন গিয়ে দাঁড়ায় ৩৪ রান। বিজয় শংকর, জেসন হোল্ডাররা চাপের কাছে মাথা নোয়ালেও ৯ বলে ১৭ রান করে শেষ চেষ্টা করেছিলেন রশিদ খান। কিন্তু অন্তিম ওভারের চতুর্থ বলে রশিদ রান-আউট হয়ে ফিরতেই সানরাইজার্সের আশা শেষ হয়ে যায়।

শেষ ২ বলে ৮ রান দরকার থাকলেও অন্তিম ওভারের পঞ্চম বলে শাহবাজের উইকেট হারায় সানরাইজার্স। শেষ বলে এক রান আসে ভুবনেশ্বরের ব্যাট থেকে।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

করোনা পরিস্থিতির জন্য থিয়েটার জগতের অবস্থা কঠিন। আগামীর জন্য পরিকল্পনাটাই বা কী? জানাবেন মাসুম রেজা ও তূর্ণা দাশ।