ক্রমেই করোনায় কাহিল হচ্ছে গোটা দেশ। ক্রীড়াবিদ থেকে রাজনীতিবিদ, মারণ করোনার হাত থেকে রেহাই পাচ্ছেন না কেউই। করোনাভাইরাসে আক্রান্ত হলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। সম্প্রতি টুইট করে নিজেই একথা জানিয়েছন অখিলেশ। আগামী কয়েক দিন বাড়িতে থেকেই তাঁর চিকিৎসা চলবে বলেও জানিয়েছেন তিনি। এদিকে অখিলেশের করোনা সংক্রমণের খবর ছড়িয়ে পড়তেই নতুন করে উদ্বেগ বাড়তে শুরু করেছে রাজনৈতিক পরিসরে।
প্রসঙ্গত উল্লেখ্য, গত ১১ এপ্রিল অখিল ভারতীয় অখণ্ড পরিষদের সভাপতি মহন্ত নরেন্দ্র গিরি মহারাজের সঙ্গে হরিদ্বারে সাক্ষাৎ করেছিলেন অখিলেশ। পরে জানা যায়, মহন্তও করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁকে প্রাথমিক অবস্থায় হরিদ্বারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে স্বাস্থ্যেরক অবনতি হওয়ায় পরবর্তীতে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে স্থানান্তরিত করা হয়েছে বলে খবর। অনেকেরই ধারণা মহন্তের সংস্পর্শে এসেই করোনার কবলে পড়েছেন অখিলেশ।
अभी-अभी मेरी कोरोना टेस्ट की रिपोर्ट पॉज़िटिव आई है। मैंने अपने आपको सबसे अलग कर लिया है व घर पर ही उपचार शुरू हो गया है।
— Akhilesh Yadav (@yadavakhilesh) April 14, 2021
पिछले कुछ दिनों में जो लोग मेरे संपर्क में आये हैं, उन सबसे विनम्र आग्रह है कि वो भी जाँच करा लें। उन सभी से कुछ दिनों तक आइसोलेशन में रहने की विनती भी है।
এদিকে এই কয়েকদিনে একাধিক সরকারি আধিকারিকদের সঙ্গেও বৈঠক সারে অখিলেশ। সেকথা মাথায় রেখেই টুই বার্তায় সফা প্রধান লেখেন, “সকলের থেকে আলাদা থেকে বাড়িতেই চিকিৎসা শুরু করছি। গত কয়েক দিন যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁদের অনুরোধ করব যেন নিজেদের পরীক্ষা করিয়ে নেন।” এদিকে কুম্ভমেলাকে কেন্দ্র করে উত্তরাখণ্ডের করোনা পরিস্থিতিও ক্রমেই ভয়াবহ চেহারা নিচ্ছেন। শুধুমাত্র হরিদ্বারেই গত ৪৮ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১ হাজারের বেশি মানুষ। এমতাবস্থায় অখিলেশের করোনা সংক্রমণের জেরে উদ্বেগ বাড়ছে রাজনৈতিক মহলে।
করোনাবিধিকে বুড়ো আঙুল দেখিয়েই মহাসমারোহে চলছে কুম্ভমেলা, গত ২ দিনে হরিদ্বারে আক্রান্ত ১ হাজার