দৈনিক মৃত্যুতেও নয়া রেকর্ড, একদিনে সর্বোচ্চ আক্রান্তের নিরিখে আমেরিকার পরেই নয়া রেকর্ড ভারতের

গত ২৪ ঘণ্টায় গোটা দেশে করোনার কবলে পড়েছেন ১ লক্ষ ৮৪ হজারের বেশি মানুষ। যা গত বছর করোনা সংক্রমণ শুরুর পর থেকে এখনও পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড বলেই জানাচ্ছে স্বাস্থ্য মন্ত্রক। এদিকে ব্রাজিলকে টপকে ইতিমধ্যেই বিশ্ব করোনা তালিকায় দ্বিতীয় স্থানেও উঠে গিয়েছে ভারত। যাতে নতুন করে বেড়েছে উদ্বেগ।

Covid 19 আপডেটঃ নতুন করে কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা ১২৭১ জন
একদিনে আক্রান্তের নিরিখেও নয়া রেকর্ড ভারতের

একদিনে আক্রান্তের নিরিখেও নয়া রেকর্ড ভারতের

যদিও এদিনের রেকর্ডের সাথে সাথেই গোটা বিশ্বের নিরিখেও আরও একাধিক ভয়াবহ রেকর্ড পকেটে পুরলো ভারত। একদিনে ১ লক্ষ ৮৪ হাজারের বেশি সংক্রমণের নিরিখে গোটা বিশ্বের মধ্যে ভারতই হয়ে গেল দ্বিতীয় দেশ। একদিনে ৩.০৯ লক্ষ করোনা সংক্রমণ নিয়ে সর্বোচ্চ রেকর্ড রয়েছে এখনও আমেরিকার ঝুলিতে। গত জানুয়ারির ৮ তারিখে এই বিশালাকার সংক্রমণের মুখোমুখি হয় মার্কিন মুলুক।

দৈনিক মৃত্যুতেও নয়া রেকর্ড

অন্যদিকে দৈনিক মৃত্যুর নিরিখেও নতুন রেকর্ড করে ফেলল ভারত। গত ১৭৮ দিনের মধ্যে ফের দেশে দৈনিক মৃত্যু ১ হাজারের গণ্ডি পার করল বলে জানাচ্ছে। যা নতুন করে বাড়ছে ভয়। এদিকে ভারতে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৩৯ লক্ষের বেশি। অন্যদিকে গত কয়েকদিনের রেকর্ড অব্যাহত রেখে গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে করোনা আক্রান্ত হয়েছেন ৬০ হাজারের বেশি মানুষ।

কমছে সুস্থতার হার

উত্তরপ্রদেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ১৮ হাজার মানুষ। ১৫ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন ১৫ হাজার মানুষ। অন্যদিকে গোটা দেশজুড়েই ক্রমেই কমছে সুস্থতার হার। এমনকী ১২ টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে সুস্থতার হার নেমে গিয়েছে ৯০ শতাংশের নীচে। ছত্তিশগড়ের অবস্থা আরও ভয়াবহ। সেখানে সুস্থতার হার নেমেছে ৭৫.৮ শতাংশে।

কবে শেষ হবে করোনার দ্বিতীয় ঢেউ ?

এদিকে করোনার দ্বিতীয় ঢেউ এপ্রিলের মাঝামাঝি সময়েই যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে তা আগেই জানিয়েছিলেন বিশেষজ্ঞরা। তবে চলতি মাসের শেষ ও মে থেকেই আস্তে আস্তে আক্রান্তের গ্রাফ নীচের দিকে নামবে বলে তাদের ধারণা। তার মানে দাঁড়ায়, এপ্রিলের শেষের দিক থেকেই করোনা আক্রান্তের গ্রাফ কমতে শুরু করে দেবে। মে-র শেষের দিকে অনকেটাই কমে যাবে আক্রান্তের সংখ্যা।

কোভিডের দ্বিতীয় ওয়েভের মাঝেই রাজস্থান থেকে চুরি কোভ্যাকসিনের ৩২০‌টি ডোজ