LIVE

IPL Highlights: আজ চেন্নাইয়ে টস জিতে আরসিবিকে ব্যাট করতে পাঠাল সানরাইজার্স হায়দরাবাদ

আইপিএলের ষষ্ঠ ম্যাচে আজ চেন্নাইয়ে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে খেলতে নামবে ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স হায়দরাবাদ। গত দুইবারের চ্যাম্পিয়ন তথা পাঁচবার আইপিএল খেতাবজয়ী রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সকে রুদ্ধশ্বাস ম্যাচে পরাস্ত করে আইপিএল অভিযান শুরু করেছে শক্তিশালী আরসিবি। বিরাটরা জয়ের সেই ধারা বজায় রাখতেই চাইবেন। আরসিবি-র প্রথম একাদশে আসতে পারেন দেবদত্ত পাড়িক্কাল। অন্যদিকে, কলকাতা নাইট রাইডার্সের কাছে প্রথম ম্যাচে হারার পর জয়ের সরণিতে ফিরতে মরিয়া ডেভিড ওয়ার্নারের দল। পরিসংখ্যানে অবশ্য আরসিবি-র চেয়ে এগিয়েই রয়েছে হায়দরাবাদ।

Newest First Oldest First
7:21 PM, 14 Apr
**
সানরাইজার্স হায়দরাবাদ: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), মণীশ পাণ্ডে, জনি বেয়ারস্টো, বিজয় শঙ্কর, জেসন হোল্ডার, আব্দুল সামাদ, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, শাহবাজ নাদিম ও টি নটরাজন।
7:08 PM, 14 Apr
সানরাইজার্স হায়দরাবাদ দলে দুটি পরিবর্তন। সন্দীপ শর্মার জায়গায় শাহবাজ নাদিম। মহম্মদ নবির পরিবর্তে খেলবেন জেসন হোল্ডার।
7:05 PM, 14 Apr
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: বিরাট কোহলি (অধিনায়ক), দেবদত্ত পাড়িক্কাল, শাহবাজ আহমেদ, গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডি ভিলিয়ার্স, ড্যানিয়েল ক্রিশ্চিয়ান, ওয়াশিংটন সুন্দর, কাইল জেমিসন, হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজ ও যুজবেন্দ্র চাহাল
7:03 PM, 14 Apr
রজত পাতিদারের পরিবর্তে আরসিবির প্রথম একাদশে দেবদত্ত পাড়িক্কাল
7:00 PM, 14 Apr
টস জিতে ফিল্ডিং নিল সানরাইজার্স হায়দরাবাদ
6:52 PM, 14 Apr
একনজরে দেখে নেওয়া যাক দুই দলের কিছু স্মরণীয় পারফরম্যান্স
6:50 PM, 14 Apr
দেবদত্ত পাড়িক্কাল জানিয়েছেন তিনি এই ম্যাচ খেলার জন্য প্রস্তুত। ফলে নজর থাকছে আরসিবি-র প্রথম একাদশের দিকে।
6:27 PM, 14 Apr
এবারের আইপিএলে প্রথম জয় পেতে মরিয়া ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স হায়দরাবাদ
6:00 PM, 14 Apr
আইপিএলে আজ শততম ম্যাচ খেলবেন যুজবেন্দ্র চাহাল। তাঁকে শুভেচ্ছা জানালেন সতীর্থরা।
5:19 PM, 14 Apr
পরিসংখ্যানে বিরাটদের চেয়ে এগিয়ে সানরাইজার্স। আরসিবি যেখানে জয়ের ধারা অব্যাহত রাখতে চাইবে, সেখানে ওয়ার্নাররা প্রথম জয় পেতে মরিয়া।