অনুরাগের লিখিত বার্তা
কেন্দ্রীয় সরকারি কর্মীরা বকেয়া ডিএ খুব শিগগির পেতে চলেছেন। গত মাসেই একথা মোদী সরকারের তরফে জানানো হয়। তবে এদিন সংসদে লিখিতভাবে একথা জানিয়ে দেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি সাফ জানান, ৩ মাসের বকেয়া ডিএ এবার মিটিয়ে দেওয়া হবে কেন্দ্রের তরফে।
কবে থেকে মিলবে ডিএ ?
এদিন সংসদের লিখিত উত্তরে অনুরাগ ঠাকুর জানান, আগামী ১ জুলাই থেকে ডিএ বাড়ছে কেন্দ্রীয় সরকারী কর্মীদের। এর আগে গতবছর কেন্দ্রীয় সরকারী কর্মীদের ডিএ ফ্রিজ করে রাখে কেন্দ্রীয় সরকার। প্রসঙ্গত, গত বছরের করুণ করোনা পরিস্থিতিতে লকডাউনের রাস্তায় হাঁটে দেশ। সেই সময় ধাক্কা খায় ভারতীয় অর্থনীতি। একাধিক নয়া প্রস্তাব নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের পথে হাঁটেন নির্মলা সীতারমন। সেই সময়ই ফ্রিজ করা হয় ডিএ।
সপ্তম বেতন কমিশন
প্রসঙ্গত, সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী, ১৭ শতাংস থেকে ২৮ শতাংশ পর্যন্ত বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের ডিএ। এই ১১ শতাংশ বর্ধিত হারের মধ্যে রয়েছে ২০০ সালের ৩ শতাংশ বর্ধিত হারের ডিএর অংশ। ফলে মনে করা হচ্ছে, সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী এবছর কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের ডিএ ভালো হারে বাড়ছে।
বর্তমানে কত শতাংশ ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা?
প্রসঙ্গত, বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ১৭ শতাংশ ডিএ পাচ্ছেন। ২০১৯ সাল থেকে তাঁরা এই শতাংশে ডিএ পাচ্ছেন। তবে এই শতাংশের ডিএ ও আরও দুই শতাংশের পর পর ডিএ গত বছর কোভিড পরিস্থিতি থেকে বন্ধ ছিল। তারপর ২০২১ সালে ডিএ নিয়ে সরকারের তরফে এল বড় ঘোষণা।