আইপিএলের ষষ্ঠ ম্যাচে চেন্নাইয়ে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে খেলতে নামছে ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স হায়দরাবাদ। আজ আইপিএলে শততম ম্যাচ খেলছেন যুজবেন্দ্র চাহাল। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার।
আরসিবি দলে একটিই পরিবর্তন হয়েছে। রজত পাতিদারের জায়গায় দলে এসে বিরাট কোহলির সঙ্গে ওপেন করবেন দেবদত্ত পাড়িক্কাল। তিনে নামবেন শাহবাজ আহমেদ। সানরাইজার্স হায়দরাবাদ দলে দুটি পরিবর্তন হয়েছে। টি ২০-র এর নম্বর অলরাউন্ডার মহম্মদ নবির জায়গায় খেলছেন জেসন হোল্ডার। সন্দীপ শর্মার জায়গায় দলে নেওয়া হয়েছে শাহবাজ নাদিমকে।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: বিরাট কোহলি (অধিনায়ক), দেবদত্ত পাড়িক্কাল, শাহবাজ আহমেদ, গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডি ভিলিয়ার্স, ড্যানিয়েল ক্রিশ্চিয়ান, ওয়াশিংটন সুন্দর, কাইল জেমিসন, হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজ ও যুজবেন্দ্র চাহাল
সানরাইজার্স হায়দরাবাদ: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), মণীশ পাণ্ডে, জনি বেয়ারস্টো, বিজয় শঙ্কর, জেসন হোল্ডার, আব্দুল সামাদ, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, শাহবাজ নাদিম ও টি নটরাজন।
গত দুইবারের চ্যাম্পিয়ন তথা পাঁচবার আইপিএল খেতাবজয়ী রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সকে রুদ্ধশ্বাস ম্যাচে পরাস্ত করে আইপিএল অভিযান শুরু করেছে শক্তিশালী আরসিবি। বিরাটরা জয়ের সেই ধারা বজায় রাখতেই চাইবেন। অন্যদিকে, কলকাতা নাইট রাইডার্সের কাছে প্রথম ম্যাচে হারার পর জয়ের সরণিতে ফিরতে মরিয়া ডেভিড ওয়ার্নারের দল। পরিসংখ্যানে অবশ্য আরসিবি-র চেয়ে এগিয়েই রয়েছে হায়দরাবাদ। আইপিএলে এই দুই দল পরস্পরের মুখোমুখি হয়েছে ১৮ বার। সানরাইজার্স হায়দরাবাদ জিতেছে ১০টিতে। সাতটিতে জিতেছেন বিরাটরা। একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল।