পঞ্চমদফার ভোটে ৪৫ আসনে হাইভোল্টেজ লড়াই বাংলার ভোটে, তালিকা একনজরে

পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের সূর্য কার্যত মধ্যগগনে এখন। চার দফা ভোট সম্পন্ন হয়েছে। বাকি রয়েছে আরও ৪ দফা। এরই মাঝে বাংলায় ভোট-হিংসা থেকে প্রবল কোভিড হানাও উদ্বেগে রাখছে রাজ্য়বাসীকে। এই পরিস্থিতিতে পঞ্চম দফার ভোট আসন্ন। একনজরে দেখা যাক, বাংলার পঞ্চম দফায় ধুন্ধুমার ভোট সংঘাত কোথায় কোথায় হচ্ছে?

পঞ্চম দফার ভোট কবে?

আগামী ১৭ এপ্রিল,উত্তর ২৪ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গায় ভোট হতে চলেছে। মোট ৪৫ আসনে শনিবার ভোট পর্ব সম্পন্ন হবে। তবে তার আগেই আজ রাত ১০ টা থেকে কমিশনের নির্দেশ অনুযায়ী বন্ধ রয়েছে প্রচার পর্ব।

ভোট কোথায় কোথায় হবে?

উত্তর ২৪ পরগনার ১৬ আসনে ভোট। সেখানে ১১১ থেকে ১২৬ বিধানসভা কেন্দ্রে ১৬ টি আসনে বোট পর্ব সম্পন্ন হবে। নদিয়ারর ৮ টি কেন্দ্রে সেদিন হবে ভোট। বিধানসভা কেন্দ্র ৮৬ থেকে ৯৩ তে হবে ভোট। পূর্ব বর্ধমানের ৮ আসন, কালিম্পংয়ের ১ টি আসন, জলপাইগুড়ি জেলার ১৫ থেকে ২১ আসনে ভোট হবে।

হাইভোল্টেজ সভা কোথায় কোথায়?

১৭ এপ্রিল যে যে কেন্দ্রে ভোট হবে, তা হল ময়নাগুড়ি (এসসি), জলপাইগুড়ি (এসসি), রাজগঞ্জ (এসসি), ডাবগ্রাম-ফুলবাড়ি, মাল (এসটি), নাগরাকাটা (এসটি), কালিম্পং, দার্জিলিং, কার্শিয়াং, মাটিগাড়া-নকশালবাড়ি (এসসি), শিলিগুড়ি, ফাঁসিদেওয়া (এসটি), শান্তিপুর, রানাঘাট উত্তর-পশ্চিম, কৃষ্ণগঞ্জ (এসসি), রানাঘাট উত্তর-পূর্ব (এসসি), রানাঘাট দক্ষিণ (এসসি), চাকদহ, কল্যাণী (এসসি), হরিণঘাটা (এসসি), পানিহাটি, কামারহাটি, বরানগর, দমদম, রাজারহাট নিউটাউন, বিধাননগর, রাজারহাট গোপালপুর, মধ্যমগ্রাম, বারাসত, দেগঙ্গা, হাড়োয়া, মিনাখাঁ (এসসি), সন্দেশখালি (এসটি), বসিরহাট দক্ষিণ, বসিরহাট উত্তর, হিঙ্গলগঞ্জ (এসসি), খণ্ডঘোষ (এসসি), বর্ধমান দক্ষিণ, রায়না (এসসি), জামালপুর (এসসি), মন্তেশ্বর, কালনা (এসসি), মেমারি, বর্ধমান উত্তর (এসসি)।

নজরে হাইভল্টেজ ভোট যুদ্ধ

প্রসঙ্গত, ১৭ এপ্রিল মদন মিত্র বনাম রাজু বন্দ্যোপাধ্যায়দের লড়াইয়ে যেমন নজর থাকবে বাংলার তেমনই রাজারহাট-নিউটাউন, রাজারহাট গোপালপুর থেকে দেগঙ্গা , হিঙ্গলগঞ্জের ভোট লড়াই নিয়েও ১৭ এপ্রিল ভোটযুদ্ধ চরমে উঠবে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে দমদম থেকে বিধান নগরের স্টার ফাইট ঘিরে পারদ চড়তে পারে ভোটের বাংলায়।

''জায়গায় জায়গায় শীতলকুচি হবে''', বিস্ফোরক মন্তব্যে দিলীপকে নোটিশ নির্বাচন কমিশনের

Know all about
মমতা বন্দ্যোপাধ্যায়।