করোনার জেরে ফের স্থগিত এশিয়া কাপ, কবে শুরু টুর্নামেন্ট, কী বলছে রিপোর্ট

করোনা ভাইরাসের জেরে আবারও স্থগিত হয়ে গেল এশিয়া কাপ। রিপোর্ট অনুযায়ী এক বছর পিছিয়ে দেওয়া হয়েছে টুর্নামেন্ট। যদিও এই ইস্যুতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবি চেয়ারম্যান এহসান মানির বিবৃতিতে সেই বিষয়টি স্পষ্ট হয়েছে।

টি২০ এশিয়া ২০২০ সালে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় এশিয়ার দলগুলির যুদ্ধে নামার কথা ছিল। করোনা ভাইরাসের কারণে এক বছরের জন্য স্থগিত করে দেওয়া হয়েছিল টুর্নামেন্ট। ঠিক হয়েছিল ২০২১ সালের জুন মাসে শ্রীলঙ্কায় শুরু হবে এশিয়া কাপ। সেই মতো প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল।

এরই মধ্যে করোনা ভাইরাসের প্রকোপ ফের বেড়ে যাওয়ায় পরিস্থিতি যে আরও প্রতিকূল হয়েছে, তা মেনে নেওয়া হয়েছে। বিশেষ করে এশিয়ার দেশগুলিতে যেভাবে কোভিড ১৯ আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, তাতে এ ধরনের আন্তর্জাতিক টুর্নামেন্ট আদৌ আয়োজন করা সঠিক কাজ হবে কিনা, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়। সেসব টানাপোড়েনের মধ্যেই টি২০ টুর্নামেন্ট আরও এক বছরের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে বলে এক রিপোর্টে দাবি করা হয়েছে। গত রবিবার পিসিবি চেয়ারম্যান এহসান মানি এক বিবৃতির মাধ্যমে এ কথা জানিয়েছেন বলে জানানো হয়েছে।

রিপোর্টে দাবি করা হয়েছে, ২০২২ সালে অনুষ্ঠিত হতে চলেছে এশিয়া কাপ। শ্রীলঙ্কার মাটিতেই এই টুর্নামেন্ট হবে বলে আপাতত জানানো হয়েছে। ততদিনে পরিস্থিতি স্বাভাবিক হবে বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে চলতি বছর এশিয়া কাপের আসর বসলে, সেখানে ভারতীয় ক্রিকেট দলের অংশগ্রহণ নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হয়ে যেত। কারণ একই মাসে ইংল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবে টিম ইন্ডিয়া। সেক্ষেত্রে এশিয়া কাপে ভারতের তরফে দ্বিতীয় সারির দল পাঠানো যায় কিনা, তা নিয়েও ভাবনাচিন্তা শুরু করেছিল বিসিসিআই। যদিও সেসবের মধ্যে করোনা ভাইরাসের আবহে টুর্নামেন্ট স্থগিত হয়ে যাচ্ছে বলেই খবর।