দুবাই: ঋষভ পন্তের পর আইসিসি-র Men’s Player for the Month পুরস্কারে সম্মানিত হলেন আরও এক ভারতীয় ক্রিকেটার৷ মার্চ মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন টিম ইন্ডিয়ার ডানহাতি পেসার ভুবনেশ্বর কুমার৷ সেরা মহিলা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার লিজেলে লি৷
চোট সারিয়ে প্রায় দেড় বছর পর জাতীয় দলে প্রত্যাবর্তন করেন ছাপ রাখেন ভুবি৷ সম্প্রতি ভারত-ইংল্যান্ড হোয়াইট-বল সিরিজে দারুণ পারফরম্যান্স করেন টিম ইন্ডিয়ার এই ডানহাতি পেসার৷ পাঁচ ম্যাচের টি-২০ এবং তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে দারুণ বোলিং করেন ভুবি৷ এর ফলে ফ্যান ও আইসিসি ভোটিং অ্যাকাডেমির ভোটের ভিত্তিতে মার্চ মাসের সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন ভুবনেশ্বর৷
২০২১ থেকে শুরু হয়েছে আইসিসি-র মাসের সেরা পুরস্কার৷ আন্তর্জাতিক ক্রিকেটে পারফরম্যান্সের ভিত্তিতে প্রতি মাসে সেরা পুরুষ ও মহিলা ক্রিকেটারকে বেছে নেওয়া হয়৷ জানুয়ারি মাসের সেরা পুরুষ ক্রিকেটারের দৌড়ে ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যানের ছিলেন ইংল্যান্ড টেস্ট অধিনায়ক জো রুট এবং আয়ারল্যান্ড ব্যাটসম্যান পল স্টার্লিং৷ কিন্তু এই দু’জনকে পিছনে ফেলে ঐতিহাসিক Player of the Month পুরস্কার জিতে নিয়েছিলেন পন্ত৷ ফেব্রুয়ারি মাস বাদ দিয়ে মার্চে সেরা হলেন আর এক ভারতীয় ক্রিকেটার৷
মাসের সেরা ক্রিকেটার হয়ে ভুবি বলেন, ‘দীর্ঘদিন চোটের দলের বাইরে থাকাটা ছিল যন্ত্রণার৷ ভারতীয় দলের জার্সিতে ফেরাটা ছিল অত্যন্ত আনন্দের৷ আমি ফিটনেস ও দক্ষতার উপর জোর দিয়েছিলাম৷ দেশের জার্সিতে ফের উইকেট তুলে নিতে পেরে দারুণ খুশি৷ আমার এই জার্নিতে যারা আমার পাশে থেকেছে, তাদের ধন্যবাদ জানায়৷’
ICC Voting Academy-র অন্যতম সদস্য প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্ণণ বলেন, ‘ভুবি প্রায় দেড় বছর মাঠের বাইরে ছিল৷ কিন্তু ফিরে এসে দুর্দান্ত পারফরম্যান্স করে৷ সাদা-বলের ফর্ম্যাটে ইংল্যান্ডের আক্রমণাত্মক ব্যাটিং লাইন-আপের বিরুদ্ধে পাওয়ার প্লে ও ডেথ ওভারে অসাধারণ বোলিং করেছে৷ ভারতের সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল ভুবি৷’ ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে ৬টি এবং টি-২০ সিরিজে চারটি উইকেট নিয়েছিলেন ভুবনেশ্বের৷
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.