৬ বলে ১৩ রান
সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে চলতি আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচ জিততে রাজস্থান রয়্যালসের শেষ ওভারে ১৩ রান করতে হত। ম্যাচের পাল্লা ঝুঁকে ছিল রাজস্থানের দিকে, কারণ পিচে ছিলেন সঞ্জু স্যামসন। যিনি অধিনায়ক হিসেবে প্রথম আইপিএল ম্যাচে শতরান হাঁকিয়ে তখন রেকর্ড বুকে নাম লিখিয়ে ফেলেছেন। তাঁকে আটকাতে তরুণ অর্শদীপ সিংয়ের হাতে বল তুলে দিয়েছিলেন পাঞ্জাবের অধিনায়ক কেএল রাহুল। সেই আস্থার মর্যাদা দেন বাঁ-হাতি ফাস্ট বোলার। সঞ্জুকে ঘোল খাইয়ে শেষ ওভার থেকে জয় তুলে আনেন অর্শদীপ। ৪ রানে হাড্ডাহাড্ডি ম্যাচ জেতে প্রীতি জিন্টার দল।
শেষ দুই বলের নাটকীয়তা
ম্যাচ জিততে শেষ দুই বলে ৫ রান করতে হত রাজস্থান রয়্যালসকে। অর্শদীপ সিংয়ের ওই ওভারের পঞ্চম বলে লং অফের দিকে শট নেন সঞ্জু স্যামসন। নন স্ট্রাইকিং এন্ডে দাঁড়িয়ে থাকা ক্রিস মরিস রান নেওয়ার জন্য অনেকটা এগিয়ে গেলেও তাঁকে ফেরত পাঠান রাজস্থান অধিনায়ক। যা দেখে অবাকই হন ক্রিকেট প্রেমীরা। এই পরিস্থিতিতে শেষ বলে ছক্কার প্রয়োজন হয়ে পড়ে। অর্শদীপের শেষ বলে ব্যাট চালালেও বাউন্ডারি পার করতে পারেননি সঞ্জু। উল্টে আউট হয়ে দলের হার নিশ্চিত করেন অধিনায়ক।
অর্শদীপের পরিকল্পনা
শেষ বলে দুর্ধর্ষ সঞ্জু স্যামসনের বিরুদ্ধে জয়ের পরিকল্পনা নিয়ে মুখ খুলেছেন অর্শদীপ সিং। জানিয়েছেন যে তিনি ওই বলে রাজস্থানের অধিনায়ককে ফুল লেন্থে বল ফেলতে চেয়েছিলেন। ফিল্ড সেটিং অনুযায়ী তিনি ইচ্ছা করে বলটি খানিকটা ওয়াইড রেখেছিলেন বলেও জনিয়েছেন পাঞ্জাব কিংসের ফাস্ট বোলার। আর তাতেই সফলতা এসেছে বলে জানিয়েছেন অর্শদীপ সিং।
অর্শদীপের আইপিএল কেরিয়ার
আইপিএলে এখনও পর্যন্ত ১২টি ম্যাচ খেলেছেন অর্শদীপ সিং। ১৫টি উইকেট রয়েছে তাঁর নামের পাশে। গত আইপিএলে পাঞ্জাবের হয়ে আটটি ম্যাচ খেলে ৯ উইকেট নিয়েছিলেন তরুণ ফাস্ট বোলার।