জায়গায়-জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা, বাংলার বিভিন্ন জেলার আবহাওয়ার পূর্বাভাস একনজরে
বেলা বাড়তেই তেঁতে উঠেছে রোদ। বেড়েছে অস্বস্তির সূচক। তিন জেলাকে বাদ দিলে দক্ষিণবঙ্গের কোথাও ঝড়বৃষ্টির (kalbaishakhi) সেরকম সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর (Weather office)। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস। রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পুরুলিয়ায়, ৪০.৭ ডিগ্রি সেলসিয়াস।

বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস
বিচ্ছিন্নভাবে বৃষ্টি পাশাপাশি বজ্রপাত এবং ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে, আগামী পাঁচ দিন কেরল, তামিলনাড়ু, পুরুচেরিতে। এছাড়াও দক্ষিণ এবং উপকূল কর্নাটকে আগামী তিনদিন এই পরিস্থিতি থাকতে পারে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া, কোঙ্কন ও গোয়ায়। শিলাবৃষ্টি হতে পারে তেলেঙ্গানায়। ১৪-১৭ এপ্রিলের মধ্যে সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিম হিমালয়ে আঘাত হানতে চলেছে। যার জেরে জম্মু, কাশ্মীর, লাদাখ, গিলগিট, মুজফফরাবাদ, হিমাচল প্রদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
মঙ্গলবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। তবে শুক্রবার নাগাদ দার্জিলিং এবং কালিম্পং জেলার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় হতে পারে। তবে শনিবার এবং রবিবার সমগ্র উত্তরবঙ্গ জুড়েই বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়ে রাখা হয়েছে। আগামী ৪-৫ দিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আগামী ৪৮ ঘন্টায় পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় হতে পারে। তবে শুক্রবার নাগাদ এই তিন জেলা ছাড়াও পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। শনিবার ও রবিবার নাগাদ পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়াও আগামী ৪-৫ দিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ৪০.৬
বালুরঘাট ৩৫.৮
বাঁকুড়া ৪০.৩
ব্যারাকপুর ৩৭.৭
বহরমপুর ৩৮.৮
বর্ধমান ৩৯.৮
ক্যানিং ৩৭
কোচবিহার ৩৪.৮
দার্জিলিং ২১
দিঘা ৩৪.৬
কলকাতা ৩৭.৫
মালদহ ৩৯
পানাগড় ৪০.২
পুরুলিয়া ৪০.৭
শিলিগুড়ি ৩৫.৭
শ্রীনিকেতন ৪০.৬