কলকাতা: আর কিছুক্ষণের মধ্যেই রাজ্যের তিন জেলায় নামতে চলেছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। এমনই পূর্বাভাস দিল হাওয়া অফিস। তবে কলকাতা বা তার আশেপাশের জেলা না বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। একই সঙ্গে ৪০ কিমি বেগে ঝড়ো হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে।
তবে কলকাতার জন্য কোনও স্বস্তির বার্তা তো নেই। উলটে আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রা এমন ভাবেই পোড়াতে পারে জানা যাচ্ছে। আগামী ২৪ ঘণ্টা কলকাতায় থাকবে ব্যাপক গরম। তীব্র গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির কারণে হাঁসফাঁস দশা হবে শহর কলকাতার বাসিন্দাদের। এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
দিন কয়েক আগেই আলিপুর আবহাওয়া দফতর কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছিল, কিন্তু পূর্বাভাস বৃষ্টি রূপে নামেনি। এরমধ্যে সপ্তাহ খানেক আগে মাত্র একদিন বৃষ্টি হয়েছে সন্ধ্যের দিকে। ফলে নাজেহাল কলকাতাবাসী। একই হাল দক্ষিণবঙ্গের অন্য জেলাতেও।
আরও খবর পড়ুন – ভেঙে পড়ছে হাসপাতাল পরিকাঠামো! করোনার নমুনা সংগ্রহ করছে মালি
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রির কাছে । বাতাসে প্রায় ৯০ শতাংশ জলীয় বাষ্প। দিনভর মেঘলা আকাশ থাকলেও অস্বস্তি কমছে না। তবে উত্তরবঙ্গে তাপমাত্রা এতটা বেশি না, আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী উত্তরবঙ্গে জলপাইগুড়ি জেলার কয়েকটি প্রান্তে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
আগামী ২৪ ঘণ্টাতেও শহর কলকাতা পুড়বে তীব্র দাবদাহে। চড়া রোদের দোসর হবে আর্দ্রতাজনিত অস্বস্তি। গোদের উপর বিষফোঁড়ার মতো আজ আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অস্বস্তি দ্বিগুণ করেছে। বৃষ্টির আশায় চাতক পাখির মতো অপেক্ষা করছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.