ভোটার কার্ড, আঁধার, প্যান কার্ডের মতো পাসপোর্টও একটি গুরুত্বপূর্ণ পরিচয়পত্র। ভারতীয় আইন অনুযায়ী পাসপোর্টপরিচয়পত্রের পাশাপাশি নাগরিকত্বের প্রমাণ হিসেবেও কাজে লাগে। যাঁরা বিভিন্ন নামী বেসরকারি সংস্থা বা আইটিসেক্টরে চাকরি করেন, অনেক সময়ই তাদের পেশাজনিত দরকারে বিদেশ যাওয়ার সুযোগ আসে, সেক্ষেত্রেপাসপোর্ট বানানো থাকলে সমস্যা অনেকটা লাঘব হয়। যাঁরা উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে আগ্রহী তাদের জন্যও পাসপোর্ট অপরিহার্য। তাই পাসপোর্টবানিয়ে রাখা আবশ্যক।

আগে পাসপোর্ট বানানোর ক্ষেত্রে অনেক ঝক্কি ছিল, সম্প্রতি পাসপোর্ট বানানোর নিয়মে পরিবর্তন করেছেন ভারত সরকার। এখন বাড়িতে বসেই অনলাইনে আবেদন করে আপনি খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন পাসপোর্ট। ভারতের বিদেশ মন্ত্রকপাসপোর্ট সেবা নামক একটি অনলাইন সার্ভিস চালু করেছে যেখানে অনলাইনে আবেদন করে, নিজের পছন্দ মত তারিখ নির্বাচন করে পাসপোর্ট সেবা কেন্দ্র বা রিজিওনালপাসপোর্ট অফিসে সশরীরে উপস্থিত হয়ে যাবতীয় নথিপত্র যাচাই করলেই হয়ে যাবে আপনার পাসপোর্ট। পাসপোর্ট সেবা কেন্দ্রে হাজিরা দেওয়ার জন্য আবেদন করার পর আপনি ৯০ দিন সময় পাবেন।

কী ভাবে আবেদন করবেন:

•পাসপোর্ট সেবা পোর্টালে গিয়েRegister now লিঙ্কে ক্লিক করুন।
•এবার নিজের যাবতীয় বিবরণ সেখানে টাইপ করে কোন পাসপোর্ট সেবা কেন্দ্রে আপনি যেতে চান তা নির্বাচন করুন।
• এবার captcha code enter করে register বোতামে ক্লিক করুন
• এবার পাসপোর্ট সেবা পোর্টালে নিজের নথিভুক্ত লগইনআইডিদিয়েলগইন করুন
•Apply fresh passport/ re issue of passport এ ক্লিক করুন।ইল
• যাবতীয়প্রয়োজনীয়তথ্যাদিফিল আপ করুন। এবার submit বোতামে ক্লিক করুন।
• এবার pay and schedule appointment লিঙ্কে ক্লিক করে নিজের ডেবিট বা ক্রেডিট কার্ড, বা ইন্টারনেট ব্যাঙ্কের মাধ্যমে আবেদন ফি জমা করুন।
• নিজের আবেদন পত্রটি প্রিন্ট করিয়ে নিন। আপনি আপনার ফোন নাম্বার বা ইমেইলে একটি মেসেজ পাবেন যেখানে বিস্তারিত বিবরণ দেওয়া থাকবে।
• এবার আপনার নির্বাচিত দিনে আবেদন পত্রের প্রিন্ট ও যাবতীয় নথিপত্রের অরিজিনালনিয়েপাসপোর্ট অফিসে যান।
Verification এর পর পাসপোর্টের অফিস থেকে আপনাকে বিস্তারিত ভাবে বলে দেওয়া হবে এর পরে আপনার কি করণীয়।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

করোনা পরিস্থিতির জন্য থিয়েটার জগতের অবস্থা কঠিন। আগামীর জন্য পরিকল্পনাটাই বা কী? জানাবেন মাসুম রেজা ও তূর্ণা দাশ।