মুম্বইয়ের ভাবনা ফুৎকারে উড়িয়ে খোশ মেজাজে কেকেআর তারকা গিলের গান, ভাইরাল ভিডিও

আর কয়েক ঘণ্টার মধ্যে চলতি আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। এমন এক মোকাবিলা যেখানে আগাগোড়া প্রাধান্য বজায় রেখেছে রোহিত শর্মা। এবারের আইপিএলে ফলাফল পাল্টে দেওয়ার বাসনা নিয়ে শাহরুখ খান শিবির যাঁদের দিকে তাকিয়ে, তাঁদের অন্যতম শুভমান গিলের চেহারায় অবশ্য দুশ্চিন্তার লেশমাত্র নেই। উল্টে খোশ মেজাজে হিন্দি গানের বুলি আওড়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেন কেকেআরের ওপেনার। গিল কার কথা ভেবে গাইলেন সেই গান, জেনে নিন।

শুভমান গিলের গান

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সমরের আগে কেকেআরের নাইট ক্লাব অনুষ্ঠানে সাক্ষাৎকার দেন ওপেনার শুভমান গিল। যেখানে তাঁকে রোমান্টিক হিন্দি গান গাওয়ার জন্য অনুরোধ করেন সঞ্চালক। সেই প্রস্তাবে প্রথমে লজ্জায় লাল হয়ে যান গিল। পরক্ষণে জানান যে তিনি খুববেশি হলে জনপ্রিয় 'এক লড়কি কো দেখা তো' গানের প্রথম লাইন গাইতে পারবেন। তাতে রাজি হয়ে যান অনুষ্ঠানের সঞ্চালক। গুনে গুনে এক লাইনই আওড়ান কেকেআরের ওপেনার। তাঁর সঙ্গে গলা মেলান নাইট ক্লাব অনুষ্ঠানের সঞ্চালকও।

কার জন্য গাইলেন গান

২০২০ সালের আইপিএল শুরু হওয়ার আগে থেকেই ভারতীয় ক্রিকেটার শুভমান গিলের সঙ্গে কিংবদন্তি সচিন তেন্ডুলকরের কন্যা সারার সম্পর্কের বিষয়টি নিয়ে পত্র-পত্রিকা, সোশ্যাল মিডিয়ায় বিস্তর লেখালেখি এবং নাড়াঘাটা হয়েছে। হয়তো সে কথা মাথায় রেখেই নাইট ক্লাব অনুষ্ঠানের সঞ্চালক কৌশলী ঢঙে গিলকে প্রশ্ন করেছিলেন যে এই গান তিনি কার জন্য গাইলেন। সুচতুরভাবে তা এড়িয়ে গিয়েছেন কেকেআরের তরুণ ওপেনার।

ভাইরাল ভিডিও

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হাই-ভোল্টেজ আইপিএব মোকাবিলার আগে পরিবেশ হালকা করতে ওপেনার শুভমান গিলের গানের ভিডিও টুইটার অ্যাকাউন্টে পোস্ট করে কলকাতা নাইট রাইডার্স। সঙ্গে প্রশ্ন, এই গানের জন্য গিলকে ১০-এর মধ্যে কত নম্বর দেওয়া উচিত? সম্পূর্ণ পোস্টটি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

গত ম্যাচ ব্যর্থ গিল

গত রবিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে ১৩ বলে ১৫ রান করে আউট হয়েছিলেন শুভমান গিল। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হাই-ভোল্টেজ ম্যাচ তরুণ ওপেনারের থেকে সেরাটা দেখতে চান কেকেআরের ফ্যানরা।

শক্তিশালী ব্যাটিং বিভাগই মুম্বইয়ের ভরসা, আইপিএলে কেকেআরের বিরুদ্ধে কেমন পারফরম্যান্স?