প্রায় সাড়ে তিন ঘন্টা! একা একা বসে ধরনামঞ্চে কী ছবি আঁকলেন মমতা

টানা ১০ বছর ক্ষমতায় থাকার পরও মমতা বন্দ্যোপাধ্যায় যেন বিরোধী নেত্রীর প্রতিরূপ। একা বসে ধরনা-প্রতিবাদ তারই রূপক হয়ে উঠেছে। প্রতিবাদের প্রতীক হয়ে উঠেছেন কেন্দ্রের শাসক বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে। নির্বাচন কমিশন তাঁর নির্বাচনী প্রচারে ২৪ ঘণ্টার জন্য নিষেধাজ্ঞা জারি করেছিল।

তা সত্ত্বেও তাঁর প্রতিবাদী সত্তা এদিন বাংলায় প্রচার করে দিল। প্রায় সাড়ে তিন ঘন্টা একা বসেই ধরনা দিলেন। কখনও ফোনে কথা বললেন তো আবার কখনও আকাশের দিকে আপনমনে কি যেন ভাবতে দেখা গেল তাঁকে। আবার কিছুটা সময় মগ্ন রাখলেন ছবি আকাতেই।

প্রতিবাদে গান্ধী মূর্তির পাদদেশে ধরনায় বসার সিদ্ধান্ত

মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচন কমিশন ২৪ ঘণ্টার জন্য প্রচারে নিষেধাজ্ঞার নির্দেশ দেওয়ার পর দিদি সিদ্ধান্ত নেন যে তিনি এর প্রতিবাদে গান্ধী মূর্তির পাদদেশে ধরনায় বসবেন। তবে ধরনার অনুমতি চেয়ে সেনার ইস্টার্ন কমান্ডের কাছে এদিন সকাল ৯:৪০ মিনিটে মমতা শিবির অনুমতি চাইলেও, বেলা ১২ টার কিছু পর পর্যন্ত সেই অনুমতি পত্র নিয়ে সেনার তরফে উত্তর আসেনি। এদিকে তারই মাঝে মমতা বন্দ্যোপাধ্যায় বসেন ধরনায়। তবে সপারিষদ নন, তৃণমূল সুপ্রিমোর এদিন একাকী ধরনায় বসার ছবি নিয়ে বহু মহলে বহু তত্ত্ব উঠতে শুরু করে।

একাই ছিলেন ধরনা মঞ্চে

তৃণমূলকে 'কোম্পানি ' আখ্যা দিয়ে নেতৃত্বের একছত্র মনোনভাবকে কাঠগড়ায় দাঁড় করিয়ে শুভেন্দু, রাজীবের মতো বহু পুরনো সেনাপতি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশ থেকে সরে গিয়েছেন। বহু পুরনো আস্থাভাজন ২০২১ নির্বাচনের আগে তাঁর পাশ ছেড়ে বেরিয়ে গিয়েছেন। বহু সমালোচকদের মতে দলে যাঁরা রয়েছেন তাঁরা চোখে চোখ রেখে লড়াইয়ে মমতাকে সেভাবে সঙ্গত দেওয়ার চেষ্টা করলেও তা সব ক্ষেত্রে সফল নয়। বহু সভা সমিতিতে মমতা নিজেই জানিয়েছেন ২৯৪ আসনে তিনিই প্রার্থী। অর্থাৎ বিজেপির বিরুদ্ধে যে তিনি একাই তাবড় লড়াই দিচ্ছেন , তা বারবার বহু জনসভায় জানিয়েছেন নেত্রী। এই জায়গা থেকে আজ সকালে গান্ধী মূর্তির পাদদেশে মমতার একাকী বসে ধরনার ছবিটা যেন কোথাও গিয়ে প্রতীকী হয়ে গিয়েছে! ধরনার স্থল রয়েছে, কিন্তু তাতে মমতার আশপাশে নেই কেউ। একাই সেখানে তৃণমূলের সুপ্রিমো।

ধরনাস্থলে বসে ছবি আঁকছেন মমতা

মমতা বন্দ্যোপাধ্যায় ময়দানে গান্ধী মূর্তির পাদদেশে ধরনাস্থলে যাওয়ার কিছুক্ষণ পরেই নিজের সঙ্গে আনা ব্যাগ থেকে রং-তুলি বের করে ছবি আঁকতে শুরু করেন। ধর্নার সময়টুকু ছবি আঁকবেন বলে তিনি সঙ্গে করে নিয়ে এসেছিলেন ক্যানভাস, কাগজ, রঙ, তুলি। ছিল ছোট দুটি টেবিলও। সব সাজিয়ে কর্মসূচি শুরু হওয়ার পর থেকেই ছবি আঁকতে শুরু করেন। ইতিমধ্যে এই তিন ঘণ্টায় আঁকা ছবিগুলি নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর আগেও মুখ্যমন্ত্রীর আঁকা ছবি উঠে এসেছে নানা মুহূর্তে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের মধ্যে মমতার উপর জারি করা নিষেধাজ্ঞা, তার প্রতিবাদে ধর্না, সাক্ষী রইল ওই কয়েকটি ছবি।

মমতার ক্যানভাসে ফুটে ওঠে গেরুয়া ফুল!

দুটি ছবি একেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একটা স্পষ্ট ফুল। সম্ভবত আরও একটি ফুল। তবে তাৎপর্যপূর্ণ একটি ফুলের রঙ্গ গেরুয়া! ফলে অনেকেই মজা করে বলছেন, মমতার কলমে ফুটল গেরুয়া ফুল।

উত্তেজক ভাষণ দেওয়া বিজেপি নেতাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নয়, 'দুর্বল' আর 'নাটুকে' মমতাকে নিশানা অধীরের

Know all about
মমতা বন্দ্যোপাধ্যায়।