পঞ্চম দফার নির্বাচনে বাংলায় বহু 'রেড অ্যালার্ট' বিধানসভা কেন্দ্র নামছে ভোট যুদ্ধে, প্রার্থীদের তথ্য একনজরে

বাংলায় পঞ্চম দফা নির্বাচনে অন্ততপক্ষে ২৫ শতাংশ এমন প্রার্থীরা রয়েছেন, যাঁরা নির্বাচনী হলফনামায় জানিয়েছেন তাঁদের বিরুদ্ধে অপরাধের মামলা রয়েছে। এমনই একাধিক প্রার্থীর মধ্যে ভোটদাতারা নির্ধারণ করতে চলেছেন নেতাদের ভোটভাগ্য। একনজরে দেখা যাক, 'অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস' এর দেওয়া তথ্য অনুযায়ী, পঞ্চম দফার ভোট পর্ব ঘিরে, প্রার্থীদের নিয়ে কোন কোন তথ্য উঠে আসতে শুরু করেছে।

রেড অ্যালার্ট বিধানসভা কেন্দ্র

বাংলার ভোটে ৪৫ আসনে পঞ্চম দফার ভোট যুদ্ধ শুরু হতে চলেছে। তবে তার মধ্যে ৭ টি আসন 'রেড অ্যালার্ট কেন্দ্র' হিসাবে চিহ্নিত হয়েছে। যা মোট আসনের নিরিখে ২৫ শতাংশ। এই কেন্দ্রগুলিতে ৩ বা তার বেশি প্রার্থীরই রয়েছে অপরাধের ইতিহাস। আর সেই কারণেই এই কেন্দ্রগুলিকে আলাদাভাবে নামাঙ্কিত করা হয়। এই অপরাধের ইতিহাস সঙ্গে নিয়ে থাকা প্রার্থীদের ভোট ভাগ্য নির্ধারণ করে দেবেন ভোটাররা।

কত জনের বিরুদ্ধে রয়েছে অপরাধের মামলা?

প্রসঙ্গত, দেখা গিয়েছে রফিকুল ইসলাম নামের এক প্রার্থী যিনি ওয়েলফেয়ার পার্টির সদস্য, তাঁর ,হলফনামায় সম্পূর্ণ তথ্য না মেলায় তাঁর হলফনামা বিশ্লেষণ করতে পারেনি 'অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস'। তবে দেখা গিয়েছে পঞ্চম দফার ভোট পর্বে ৭৯ শতাংশ প্রার্থীর বিরুদ্ধেই রয়েছে অপরাধের মামলা।

২০ শতাংশ প্রার্থী গুরুতর অভিযোগে অভিযুক্ত!

প্রসঙ্গত, এখানে ২০ শতাংশ প্রার্থী গুরুতর অভিযোগে অভিযুক্ত। অর্থাৎ তা সংখ্যার বিচারে ৬৪ শতাংশ। এডিআরের রিপোর্ট বলছে ১৩ জন প্রার্থীর বিরুদ্ধে মহিলা ঘটিত অভিযোগ রয়েছে। যার মধ্যে আইপিসি ৩৭৬ সংক্রান্ত অভিযোগও থাকছে।

সবচেয়ে মামলা রয়েছে কোন পার্টির নেতাদের বিরুদ্ধে?

মূলত, পঞ্চম দফার ভোটে বিজেপির ৬২ শতাংশ প্রার্থীর বিরুদ্ধে রয়েছে মামলা। যা সংখ্যার বিচারে মোট ৪৫ জন প্রার্থীর নিরিখে ২৮ জনের বিরুদ্ধে মামলা রয়েছে। তৃণমূলের ৪৩ শতাংশ প্রার্থীর বিরুদ্ধে রয়েছে অপরাধের মামলা। সিপিআইএমের৪০ শতাংশ প্রার্থীর বিরুদ্ধেও একই মামলা রয়েছে। কংগ্রেসের ১১ জন প্রার্থীর মধ্যে ২ জন অর্থাৎ ১৮ শতাংশ প্রার্থীর বিরুদ্ধে রয়েছে মামলা।

পঞ্চমদফার ভোটে ৪৫ আসনে হাইভোল্টেজ লড়াই বাংলার ভোটে, তালিকা একনজরে