গত বছরের পর এবারে দ্বিতীয় পর্বের করোনা সংক্রমণ শুরু হতেই ফের রাজ্য রাজ্যে শুরু গিয়েছে পরিযায়ী সঙ্কট। ব্যাঙ্গালুরু, মুম্বইয়ের মতো বড়সড় শহর থেকে কাজ হারিয়ে ফের বাড়ির পথে চলেছেন হাজার হাজার পরিযায়ী শ্রমিক। এমতাবস্থায় এবার পরিযায়ী শ্রমিকদের শিশুদের পাশে দাঁড়াতে বড় উদ্যোগ নিতে দেখা গেল বড়সড় উদ্যোগ। এমবকী রাজ্যগুলিকেও দেওয়া হল বিশেষ নির্দেশ।
সূত্রের খবর, মঙ্গলবার সুপ্রিম কোর্ট সমস্ত রাজ্যকে অবিলম্বে সমস্ত রাজ্যে পরিযায়ী শিশুদের সংখ্যা, করোনা সঙ্কটে তাদের উদ্দেশ্যে কী ভাবে সাহায্যের হাত বাড়িয়েছে সরকার এই সংক্রান্ত তথ্য চেয়েছে বলে জানা যাচ্ছে। চাইল্ড রাইটস ট্রাস্টের পক্ষে দায়ের করা এক আবেদনের শুনানিতেই এই এই বিশেষ নির্দেশ দিতে দেখা যায় ভারতের প্রধান বিচারপতি এসএ বোবদে, এবং বিচারপতি এএস বোপান্না এবং ভি. রামসুব্রাহ্মণিয়ানের বেঞ্চ।ভারতীয় সংবিধানের ১৪,১৫,১৯,২১ ২১এ, ৩ ধারা অনুযায়ী প্রাথমিকভাবে পরিযায়ী শিশু এবং পরিযায়ী শ্রমিক পরিবারের শিশুদের মৌলিক অধিকারগুলি নিশ্চিত করতে কিছুদিন আগেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় চাইল্ড রাইটস ট্রাস্ট।
এদিন ছিল সেই মামলারই শুনানি। এদিকে এদিন ওই এনজিও-র পক্ষ থেকে সুপ্রিম কোর্টে সওয়াল জবাব করেন বরিষ্ঠ আইনজীবী জেনা কোঠারি। তিনিও এদিন বারংবার বেঞ্চকে অনুরোধ করেন কেবল কোনও প্রতিক্রিয়া না দিয়ে পরিযায়ী শিশু সংক্রান্ত সঠিক হিসাবে দর্শাক রাজ্যগুলি। এমনকী বর্তমানে তাদের সামাজিক অবস্থা কেমন রয়েছে তা জানার জন্য নির্দেশ দিক আদালত। অবশেষ তাঁর কথাতে সায় দিতে দেখা যায় দেশের শীর্ষ আদালতকে। সূত্রের খবর, অন্যান্য রাজ্যের তরফে এখনও কোনও উত্তর না এলেও তামিলনাড়ু তাদের উত্তর দিয়ে দিয়েছে।