হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের আবহাওয়া
মঙ্গলবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী ২৪ ঘন্টায় আবহাওয়া মোটামুটি শুকনো থাকার সম্ভাবনা। তবে কোনও কোনও জায়গায় ঝড় হতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার নাগাদ হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের পাঁচটি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের দু-একটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। শনিবার নাগাদও একই পরিস্থিতি তৈরি হতে পারে।
মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের আবহাওয়া
আগামী ৪৮ ঘন্টায় এই তিন জেলায় আবহাওয়া শুকনো থাকবে। শনিবার নাগাদ সমগ্র উত্তরবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের পরিস্থিতি তৈরি হতে পারে। শনিবার নাগাদ ওই তিন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় হতে পারে। আগামী ৪-৫ দিনে দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
জঙ্গলমহলের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টায় জঙ্গলমহলের চার জেলা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া জেলার আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা। তবে কোনও কোনও জায়গায় সন্ধের দিকে ঝড় হতে পারে। এছাড়া শনিবার নাগাদ এই জেলাগুলিতে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
গঙ্গার পূর্বের জেলাগুলির আবহাওয়া
গঙ্গার পূর্বের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ এই পাঁচ জেলায় আগামী ৪৮ ঘন্টায় আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা। তবে শুক্রবার নাগাদ মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। শনিবারেও একই পরিস্থিতি তৈরি হতে পারে।
গঙ্গার পশ্চিমের জেলাগুলির আবহাওয়া
গঙ্গার পশ্চিমের জেলাগুলির জন্য বিশেষ করে হাওড়া-হুগলির জন্য আগামী ৪৮ ঘন্টায় ঝড়-বৃষ্টির সেরকম কোনও পূর্বাভাস দেওয়া হয়নি। তবে শুক্রবার নাগাদ পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূমে বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তবে শনিবার নাগাদ সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের পরিস্থিতি তৈরি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে আগামী চার-পাঁচ দিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ২৫.১ (২৫.৬)
বালুরঘাট ২২.৬ (২২.২)
বাঁকুড়া ২৪.৪ (২১.৭)
ব্যারাকপুর ২৫.৮ (২৫.৫)
বহরমপুর ২৩.২ (২২)
বর্ধমান ২৫.২ (২৫)
ক্যানিং ২৫.৬ (২৬.৪)
কোচবিহার ২১.৭ (২০.৫)
দার্জিলিং ১১.৬ (১২.৪)
দিঘা ২৬.৬ (২৭)
কলকাতা ২৬.৬ (২৬.২)
মালদহ ২৫.১ (২৫.৭)
পানাগড় ২৪.৯ (২৩.৩)
পুরুলিয়া ২৩.১ (২১.১)
শিলিগুড়ি ১৯.৭ (২০.৬)
শ্রীনিকেতন ২৪.৪ (২২.৬)