বিরাট থেকে ধোনি, আইপিএলে অধিনায়ক রূপে সর্বাধিক ম্যাচ খেলা ক্রিকেটারদের তালিকা

আর কিছুক্ষণ পরেই আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। ম্যাচ ঘিরে উন্মাদনার পারদ চড়ছে। একই সঙ্গে দুই দলের অধিনায়কের মস্তিষ্কের লড়াই দেখার অপেক্ষায় বসে রয়েছেন ক্রিকেট প্রেমীরা। সেই আবহে আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলা অধিনায়কদের তালিকা দেখে নেওয়া যাক।

অ্যাডাম গিলক্রিস্ট

আইপিএলে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ক্রিকেটারদের তালিকার পঞ্চম স্থানে রয়েছেন অ্যাডাম গিলক্রিস্ট। ডেকান চার্জার্স ও পাঞ্জাব কিংসের (কিংস ইলেভেন পাঞ্জাব) অধিনায়ক হিসেবে আইপিএলে ৭৪টি ম্যাচ খেলেছেন কিংবদন্তি উইকেটরক্ষক। একবার আইপিএল খেতাবও উঠেছে গিলক্রিস্টের হাতে।

রোহিত শর্মা

তালিকার চতুর্থ স্থানে রয়েছেন রোহিত শর্মা। মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে আইপিএলে ১১৭টি ম্যাচ খেলেছেন হিটম্যান। মুম্বইকে পাঁচ বার আইপিএল খেতাব জিতিয়েছেন রোহিত।

বিরাট কোহলি

আইপিএলে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ক্রিকেটারদের তালিকার তৃতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক হিসেবে টুর্নামেন্টে ১২৬টি ম্যাচ খেলেছেন ভিকে। যদিও তাঁর অধীনে একবারও ট্রফি জিততে পারেনি আরসিবি।

গৌতম গম্ভীর

তালিকার দ্বিতীয় স্থানে থাকা গৌতম গম্ভীর কেকেআর ও দিল্লি ডেয়ারডেভিলসের (বর্তমান দিল্লি ক্যাপিটালস) হয়ে ১২৯টি ম্যাচ খেলেছেন। ২০১২ ও ২০১৪ সালে কেকেআর-কে আইপিএল চ্যাম্পিয়ন করেছেন গাউতি।

এমএস ধোনি

আইপিএলের সবকটি মরসুমে কোনও কোনও দলকে নেতৃত্ব দিয়েছেন এমএস ধোনি। চেন্নাই সুপার কিংস ও পুনে সুপারজায়ান্টসের হয়ে আইপিএলে মোট ১৮৯টি ম্যাচ খেলেছেন মাহি। ২০১০, ২০১১, ২০১৮ সালে সিএসকে শিবিরকে আইপিএল চ্যাম্পিয়ন করেন নেতা এমএস।