২০১১ সালে জয়ী মুম্বই
২০১১ সালের আইপিএলের তৃতীয় এবং চতুর্থ স্থান নির্ধারণ করা ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৫ রান তুলেছিল কেকেআর। অর্ধশতরান করেছিলেন জ্যাক কালিস। পাঁচ উইকেটে ম্যাচ জিতেছিল মুম্বই। ম্যাচের শেষ ছয় বলে ২১ রান প্রয়োজন ছিল। দুর্দান্ত দক্ষতায় ম্যাচ বের করে এনেছিলেন আম্বাতি রায়ডু।
২০১৭ সালে জয়ী মুম্বই
২০১৭ সালের আইপিএলে ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে কলকাতার মুখোমুখি হয়েছিল মুম্বই। ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৭৮ রান তুলেছিল কেকেআর। ৪৭ বলে ৮১ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন মনীশ পান্ডে। ম্যাচ জিততে ২ বলে ৩ রান প্রয়োজন ছিল মুম্বইয়ের। চার মেরে ম্যাচ জিতিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। সেই ম্যাচে মুম্বইয়ের হয়ে ২৯ বলে ৫০ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন নীতীশ রানা। যিনি বর্তমানে কেকেআরের গুরুত্বপূর্ণ সদস্য।
২০১৫ সালেও জয়ী মুম্বই
২০১৫ সালের আইপিএলে ফের মুখোমুখি হয়েছিল দুই দল। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হয়েছিল ম্যাচ। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ৪ উইকেট হরিয়ে ১৭১ রান করেছিল। জবাবে ১৬৬ রানে শেষ হয়েছিল কেকেআরের ইনিংস।
কেকেআর বনাম মুম্বই
এখনও পর্যন্ত আইপিএলে ২৭ বার মুখোমুখি হয়েছে দুই দল। ২১ বার জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। সাত বার জিতেছে কলকাতা নাইট রাইডার্স।