|
খোশমেজাজে দিল্লি
চলতি আইপিএলে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে খোশ মেজাজে থাকা দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটারদের খোশ মেজাজে এক ভিডিও শুটে অংশ নিতে দেখা গিয়েছে। যাতে ঋষভ পন্থ, অজিঙ্ক রাহান, স্টিভ স্মিথের সঙ্গে অংশ নেন রবিচন্দ্রণ অশ্বিন এবং শিখর ধাওয়ান। শুটিংয়ের একাধিক ক্লিপিংস সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। তা ঝড়েক গতিতে ভাইরালও হয়েছে।
ধাওয়ান বনাম অশ্বিন
ভিডিও শুটে দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটারদের দক্ষিণী মহাতারকা বিজয়ের বিখ্যাত ভাথি কামিং গানের সঙ্গে কাঁধ নাড়িয়ে নাচতে দেখা গিয়েছে। কিন্তু শিখর ধাওয়ানের সঙ্গে সেই গানে নাচতে অস্বীকার করে দেন রবিচন্দ্রণ অশ্বিন। সাফ জানিয়ে দেন যে তিনি আগেও এই গানের সঙ্গে নেচে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তবে পরিস্থিতি হালকা করেন ধাওয়ান নিজেই। অশ্বিনের কাঁধে কাঁধ মিলিয়ে নেচে ভাইরাল হন গব্বর। পরে একই গানের সঙ্গে সাবলীল ঢঙে নাচতে দেখা যায় দিল্লি ক্যাপিটালসের অফ স্পিনারকে। তবে গোটা ঘটনাটাই মজার ছলে তৈরি করা হয়েছে।
দিল্লির চেন্নাই বধ
চলতি আইপিএলের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৮ রান তোলে চেন্নাই সুপার কিংস। জবাবে ১৮.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় দিল্লি। দুর্দান্ত ব্যাটিং করেন শিখর ধাওয়ান ও পৃথ্বী শ।
দিল্লির পরবর্তী ম্যাচ
আগামী ১৫ এপ্রিল চলতি আইপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবেন দিল্লি ক্যাপিটালস। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে এই ম্যাচ খেলবে ঋষভ পন্থ শিবির।