আইপিএলের ম্যাচে মুখোমুখি কেকেআর ও মুম্বই ইন্ডিয়ান্স, জেনে নিন দুই দলের প্রথম একাদশ

আজ চেন্নাইয়ে চলতি আইপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ান্স। টস জিতে ফিল্ডিং নিল কেকেআর। কেকেআর দল অপরিবর্তিত। শাকিব আল হাসান ৫০তম আইপিএল ম্যাচ খেলছেন। মুম্বই ইন্ডিয়ান্স দলে একটি পরিবর্তন। আগের ম্যাচে সর্বাধিক রান করা ক্রিস লিন বাদ পড়লেন। কোয়ারান্টিন কাটিয়ে দলে ফিরলেন কুইন্টন ডি কক। টস জিতলে তিনিও ফিল্ডিংই নিতেন বলে জানিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা।

সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে আইপিএল অভিযান শুরু করেছে ইয়ন মর্গ্যানের কেকেআর। অন্যদিকে, বিরাট কোহলির আরসিবি-র কাছে শেষ বলে ম্যাচ হারতে হয়েছে রোহিত শর্মাদের। আজ জয়ের সরণিতে ফিরতে মরিয়া পাঁচবারের চ্যাম্পিয়নরা। পরিসংখ্যানের বিচারেও এগিয়ে মুম্বই। দুই দলের শেষ দশটি সাক্ষাতে ৯টিতেই জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। সবমিলিয়ে পারস্পরিক সাক্ষাতে ২৭টি ম্যাচের মধ্যে মাত্র ৬টিতে জয় পেয়েছে কেকেআর।

#KKR have won the toss and they will bowl first against #MumbaiIndians in Match 5 of #VIVOIPL.#KKRvMI pic.twitter.com/7plyJvbHdx

— IndianPremierLeague (@IPL) April 13, 2021

কলকাতা নাইট রাইডার্স: শুভমান গিল, নীতীশ রানা, রাহুল ত্রিপাঠি, ইয়ন মর্গ্যান (অধিনায়ক), দীনেশ কার্তিক, শাকিব আল হাসান, আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, হরভজন সিং, বরুণ চক্রবর্তী, প্রসিদ্ধ কৃষ্ণ

মুম্বই ইন্ডিয়ান্স: কুইন্টন ডি কক, রোহিত শর্মা (অধিনায়ক), সূর্যকুমার যাদব, ঈষান কিষাণ, হার্দিক পাণ্ডিয়া, কায়রন পোলার্ড, ক্রুণাল পাণ্ডিয়া, মার্কো জেনসেন, রাহুল চাহার, জশপ্রীত বুমরাহ, ট্রেন্ট বোল্ট