নিখোঁজ মেয়েকে খুঁজে দেওয়ার জন্য পুলিশ ঘুষ চাওয়ায় এক অসহায় বাবা আত্মহত্যা করলেন। সোমবার উত্তরপ্রদেশের মউয়ের চাঁদপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, ওই ব্যক্তির ২২ বছরের নিখোঁজ মেয়েকে খুঁজে দেওয়ার জন্য পুলিশ এক লক্ষ টাকা ঘুষ চাওয়ায় খুব হতাশ হয়ে পড়েছিলেন ওই ব্যক্তি।
৪৫ বছরের শিশুপালের পরিবার জানিয়েছে, রামনগর পুলিশ আউটপোস্টের দায়িত্বপ্রাপ্ত অফিসার রাম রতন সিং এই ঘুষ চান শিশুপালের থেকে। শীর্ষ পুলিশ আধিকারিক রোহিত সিং সজ্জন জানিয়েছেন যে সাব–ইনস্পেক্টরকে ওই আউটপোস্ট থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং ঘুষ চাওয়ার অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ উঠেছে যে শিশুপালের মৃত্যুর খবর শুনে রাম রতন সিং ইচ্ছা করে ঘটনাস্থানে আসেন এবং সুইসাইড নোট খুঁজে তা ছিঁড়ে দেন। গ্রামবাসীরা এরপর তাঁকে ধরে ফেলেন এবং পুলিশের হাতে তুলে দেন।
এর আগে গত ৯ এপ্রিল শিশুপালের মেয়ের অপহরণের এফআইআর দায়ের করা হয় আওনলা পুলিশের কাছে। ওই এফআইআরে শিশুপাল দাবি করেন যে বান্টি, মুকেশ ও দানেশ তিনজনে মিলে তাঁর মেয়েকে বাইকে অপহরণ করে নিয়ে যায়।
অপরাধের দিক দিয়ে সবার আগে নাম আসে উত্তরপ্রদেশের। একের পর এক অপরাধমূলক ঘটনা ঘটে চলেছে এ রাজ্যে। ধর্ষণ–অপহরণ যেন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়ে দাঁড়িয়েছে। ধর্ষণ হোক বা যৌন নিগ্রহ বারেবারে শিরোনামে উঠে আসে যোগী রাজ্যের নাম। বিরোধী দলের অনেকেই দাবি করেছে যে যোগী আদিত্যনাথের আমলে এ রাজ্যে অপরাধের হার বেড়ে গিয়েছে।
কোভিড দমনে এবার যোগী রাজ্যেও কি লকডাউন জারি করা হবে? জেনে নিন আসল সত্য