কমিশনের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হতেই শীতলকুচি-কাণ্ডে আহতদের দেখতে যাবেন মমতা

শীতলকুচির ঘটনায় উত্তাল রাজ্য-রাজনীতি। ঘটনার প্রায় কয়েকদিন কেটে গেলেও এখনও তুঙ্গে বিতর্ক। কেন গুলি চালানোর প্রয়োজন পড়ল? সে বিষয়টি নিয়ে তদন্ত করছে নির্বাচন কমিশন। আর সে কারনে ৭২ ঘন্টা ঘটনাস্থলে কোনও রাজনৈতিক নেতা কিংবা রাজনৈতিক কর্মসূচি নেওয়া যাবে না বলে কার্যত ফতোয়া জারি করা করে নির্বাচন।

সেই সময়সীমা শেষ হচ্ছে। আর তা শেষ হওয়ার পরেই শীতলকুচি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে ভিডিও কনফারেন্সে নিহতদের পরিবারের সঙ্গে কথা হয়েছে মমতার।

আহতদের দেখতে মাথাভাঙা যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা

বুধবার শীতলকুচিতে কমিশনের ৭২ ঘন্টার সময়সীমা শেষ হচ্ছে। আর তা শেষ হতেই বুধবার শীতলকুচি যাবেন মমতা। এমনটাই সূত্রের খবর। সেখান থেকে আহতদের দেখতে মাথাভাঙা যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানোর ঘটনায় এখনও তিনজন হাসপাতালে ভর্তি রয়েছেন। ঘটনায় আহত হয়েছেন তাঁরা। মূলত তাঁদের সঙ্গেই হাসপাতালে দেখা করবেন মুখ্যমন্ত্রী। মাথাভাঙা হাসপাতালে সাক্ষাৎপর্ব শেষ করে আবারও প্রচার কর্মসূচিতে অংশ নেবেন মমতা।

উত্তর থেকে দক্ষিণ একগুচ্ছ কর্মসূচি মমতার

পঞ্চম দফা ভোটের আগে প্রচারের শেষদিন বুধবার। ফলে উত্তর থেকে দক্ষিণবঙ্গে ১৭ তারিখ ভোট রয়েছে। আর তাই কার্যত উত্তর থেকে দক্ষিণে ঝটিকা প্রচার সারবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই জানা যাচ্ছে। জানা যাচ্ছে, মাথাভাঙা হাসপাতালে আহতদের দেখেই প্রচারে নামবেন। হেলিকপ্টরে উড়ে যাবেন জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে। সেখানে তৃণমূল প্রার্থী মিতালি রায়ের সমর্থনে আয়োজিত প্রচারসভায় অংশ নেবেন মমতা। পরে যাবেন জলপাইগুড়ি বিধানসভায় তৃণমূল প্রার্থী প্রদীপকুমার বর্মণের প্রচারে। সেখান থেকেই আসবেন ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায়। রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব এই আসনে ফের প্রার্থী হয়েছেন। তাঁর সমর্থনে জনসভা করবেন মমতা। এরপর দার্জিলিং জেলা (সমতল)-এর বিধানসভা কেন্দ্র মাটিগাড়া নকশালবাড়িতে তৃণমূল প্রার্থী রাজেন সুনদাসের সমর্থন জনসভার কর্মসূচি রয়েছে তাঁর। সেখান থেকেই বাগডোগরা বিমানবন্দর হয়ে আসবেন দমদম বিমানবন্দরে। হেলিকপ্টারে যাবেন নদিয়া জেলার হরিণঘাটায়। সেখানে তৃণমূল প্রার্থী নীলিমা নাগ মল্লিকের সমর্থনে জনসভা করে বুধবারের প্রচার কর্মসূচি শেষ করবেন মমতা।

ভিডিও কলে পাশে থাকার বার্তা

নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা থাকায় কোচবিহারের শীতলকুচির মৃতদের পরিবারগুলির সঙ্গে ভিডিও কলে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবারগুলিকে সবরকম সাহায্যের আশ্বাস তিনি দিয়েছেন। তিনি অভিযোগ করেছেন শীতলকুচিতে গণহত্যা করা হয়েছে। বুক লক্ষ্য করে গুলি চালিয়েছে আধাসেনা। প্রথমে তিনি কথা বলেন গুলিতে মৃত মনিরুজ্জমানের পরিবারের সঙ্গে। পরিবারের এক সদস্য জানান, রাজমিস্ত্রির কাজ করা মনিরুজ্জমানের ৪৫ দিনের একটি কন্যা সন্তান রয়েছে। বাড়িতে স্ত্রী ছাড়াও বাবা-মা রয়েছেন। পরিবারের সদ্য আরও জানান ভোটের জন্য কেরল থেকে এসেছিলেন। আর ভোটের লাইনে দাঁড়িয়ে গুলিতে মৃত্যু। মুখ্যমন্ত্রী এরপর কথা বলেন, হামিদুল মিয়াঁর পরিবারের সঙ্গে। হামিদুলের দাদা জানান, ভাইয়ের স্ত্রী সন্তান সম্ভাবা। এছাড়াও তাঁর তিন বছরের কন্যা সন্তান রয়েছে। সেই পেশায় রাজমিস্ত্রি ছিল।

শীতলকুচিতে গণহত্যা

মুখ্যমন্ত্রী এদিন শিলিগুড়িতে অভিযোগ করেন শীলতকুচিতে গণহত্যা হয়েছে। কেননা যাঁরা মারা গিয়েছেন, তাঁদের বুক লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। পাশাপাশি সেখানে ৭২ ঘন্টার আগে কাউকে ঢুকতে দেওয়া হবে না বলেও জানানো হয়েছে। এদিন সকালে টুইট করে তিনি নির্বাচন কমিশনকে কটাক্ষ করে বলেন, মডেল কোড অফ কন্ডাক্টের নাম পরিবর্তন করে মোদী কোড অফ কন্্ডাক্ট রাখা উচিত। এদিকে শীতলকুচির পরিস্থিতির দেখতে এদিন সেখানে যাচ্ছেন রাজ্য পুলিশের ডিজি। এছাড়াও কমিশনের নির্দেশে সেখান যাবেন মুখ্যসচিব, ডিএম, এসপিও।