পাঞ্জাব কিংসের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিং রাজস্থান রয়্যালসের, অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচে টস জিতলেন সঞ্জু

চতুর্দশ আইপিএলের চতুর্থ ম্যাচে আজ মুখোমুখি রাজস্থান রয়্যালস ও পাঞ্জাব কিংস। টস জিতে ফিল্ডিং নিলেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন। বিদেশিদের মধ্যে ক্রিস গেইল, নিকোলাস পুরাণের পাশাপাশি ঝাই রিচার্ডসন ও রাইলে মেয়ারডিথকে খেলাচ্ছে পাঞ্জাব কিংস। রাজস্থান রয়্যালসের প্রথম একাদশে চার বিদেশি হলেন ক্রিস মরিস, বেন স্টোকস, জস বাটলার ও মুস্তাফিজুর রহমান।

রাজস্থান রয়্যালস খেলছে নতুন অধিনায়ক সঞ্জু স্যামসনের নেতৃত্বে। পাঞ্জাবের ফ্র্যাঞ্চাইজি আবার দলের নাম, হেলমেটের রং ইতিমধ্যেই পাল্টেছে ভাগ্যের চাকা ঘোরানোর জন্য। লোকেশ রাহুলের পাঞ্জাব কিংস সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালসের মুখোমুখি মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। দুই দলের পারস্পরিক সাক্ষাতে রাজস্থান রয়্যালস অবশ্য এগিয়ে রয়েছে ১২-৯ ব্যবধানে। আগের আইপিএলের তুলনায় দুই দলই এবার ধারেভারে শক্তিশালী হয়েছে। ফলে তুল্যমূল্য ম্যাচেরই অপেক্ষা করা হচ্ছে।

রাজস্থান রয়্যালস: জস বাটলার (উইকেটকিপার), মনন ভোরা, বেন স্টোকস, সঞ্জু স্যামসন (অধিনায়ক), রিয়ান পরাগ, শিবম দুবে, রাহুল তেওয়াটিয়া, ক্রিস মরিস, শ্রেয়স গোপাল, চেতন সাকারিয়া, মুস্তাফিজুর রহমান

পাঞ্জাব কিংস: লোকেশ রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), ময়াঙ্ক আগরওয়াল, ক্রিস গেইল, নিকোলাস পুরাণ, দীপক হুডা, শাহরুখ খান, ঝাই রিচার্ডসন, মুরুগান অশ্বিন, রাইলে মেয়ারডিথ, মহম্মদ শামি, অর্শদীপ সিং