দেশের দৈনিক করোনা সংক্রমণ ১.৭০ লক্ষ ছুঁই ছুঁই, দৈনিক মৃত্যু বেড়ে ৯০৪

করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণ গতবারের রেকর্ড ছাপিয়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমিত হয়েছেন ১,৬৮,৯১২ জন। মারা গিয়েছেন ৯০২ জন। অ্যাক্টিভ রোগীর সংখ্যাও পাল্লা দিয়ে বাড়ছে। দেশে করোনা আক্রন্ত অ্যাক্টিভ রোগীর সংখ্যা এখন ১২,০১,০০৯ জন। ১০ রাজ্যের অবস্থা সবচেয়ে ভয়ঙ্কর। ইতিমধ্যেই মহারাষ্ট্র সরকার লকডাউনের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে।

লকডাউনের পথে মহারাষ্ট্র

দেশের করোনা সংক্রমণ ভয় ধরাতে শুরু করেছে। গতবারের থেকেই ছািপয়ে গিয়েছে আক্রান্তের সংখ্যা। দেশে সার্বিক ভাবে ফের লকডাউন জারি করা না হলেও রাজ্যগুলিকে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দিয়েছে কেন্দ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রিভিউ মিটিংয়েই ঘোষণা করে দিয়েছিলেন লকডাইন আর জারি হবে না দেশে। তবে মহারাষ্ট্র সরকার ফের লকডাউনের কথা ভাবতে শুরু করেছে। গতকাল গভীর রাত পর্যন্ত লকডাউনের সিদ্ধান্তেই সিলমোহর পড়েছে। সাত থেকে ১০ দিনের লকডাউনের কথা ভাবা হচ্ছে কবে থেকে সেটা জারি হবে তা নিয়ে সিদ্ধান্ত ১৪ তারিখের পর জানানো হবে বলে জানিয়েছেন উদ্ধব ঠাকরে।

দৈনিক করোনা সংক্রমণে বৃদ্ধি

দেশের দৈনিক করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে গোটা দেশে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১,৬৮,৯১২ জন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১,৩৫,২৭,৭১২জন। অ্যাক্টিভ রোগীর সংখ্যা বাড়ছে। দেশে এখন অ্যাক্টিভ করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১২,০১,০০৯ জন। কয়েক মাস আগেও েসই সংখ্যাটা মাত্র কয়েক হাজার ছিল। গত ২৪ ঘণ্টায় ৭৫,০৮৬ জন রোগী করোনা কাটিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৯০৮জন। দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১,৭০,১৭৯ জন।

বাংলাতেও বাড়ছে করোনা

করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে পশ্চিমবঙ্গেও। ভোট চলছে পশ্চিমবঙ্গে। করোনা বিধি তুড়িতে উড়িয়েই নির্বাচনী প্রচারে মেতেছেন সব রাজনৈতিক দলের নেতা কর্মীরা। একাধিক জায়গায় সভা,মিটিং, মিছিলে উপচে পড়া জায়েত শঙ্কা বাড়াচ্ছে। ইতিমধ্যেই বাংলায় দৈনিক আক্রান্তের সংখ্যা ৫ হাজার ছুঁই ছুঁই। করোনা পরিস্থিতি ভয়াবহ আকার নিতে পারে আশঙ্কা করছেন চিকিৎসকরা। নির্বাচন কমিশন ইতিমধ্যেই সতর্কতা জারি করেছেন। করোনা বিধি মেনে প্রচার না করলে প্রচার বন্ধ করে দেওয়া হবে বলে নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন।

করোনা কার্ফু

১০ রাজ্যের করোনা পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। তালিকার শীর্ষে মহারাষ্ট্র থাকলেও ভয় ধরিয়েছে তামিলনাড়ু, উত্তর প্রদেশ, কর্নাটক, দিল্লি, উত্তর প্রদেশ, বিহার, পাঞ্জাবের করোনা সংক্রমণ।তারমধ্যে আবার শুরু হয়েছে মহাকুম্ভ। গতকাল থেকেই উত্তর প্রদেশ ও উত্তরাখণ্ডের একাধিক জায়গায় মহাকুম্ভের স্নান শুরু হয়েছে। তাতে করোনা সংক্রমণ আরও বৃদ্ধির আশঙ্কা করছেন সকলে। ইতিমধ্যেই উত্তর প্রদেশের মথুরায় জারি করা হয়েছে করোনা কার্ফু। পাঞ্জাব, মধ্যপ্রদেশ, কর্নাটকেও করোনা কার্ফু জারি করা হয়েছে।