বেশি খেলা খেলতে গেলেই শীতলকুচি হবে, সায়ন্তন বসুর মন্তব্য ঘিরে বিতর্ক

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) উস্কানিমূলক মন্তব্যের জন্যই কোচবিহারের (coochbihar) শীতলকুচির (sitalkuchi) ঘটনা ঘটেছে বলে অভিযোগ বিজেপি (bjp)। কিন্তু পরবর্তী সময়ে শীতলকুচি নিয়ে বিতর্কিত মন্তব্য শোনা যাচ্ছে বিজেপির নেতাদের মুখ থেকে। যার অন্যতন হলেন সায়ন্তন বসু (sayantan basu)। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, বেশি খেলা খেলতে যেও না, শীতলকুচির খেলা খেলে দেব।

সায়ন্তন বসুর হুঁশিয়ারি

ধূপগুড়িতে বিজেপি প্রার্থী বিষ্ণুপদ রায়ের সমর্থনে রোড শো করেন বিজেপির এই রাজ্য নেতা। এরপর সভা করেন তিনি। সেখানে তিনি বলেন, তিনি সায়ন্তন বসু বলে যাচ্ছেন, বেশি খেলা খেলতে যেও না। শীতলকুচির খেলা খেলে দেবো। এরপরেই তাঁকে বলতে শোনা যায়, সকাল বেলা প্রথমবার ভোট দিতে যাওয়া আনন্দ বর্মনকে মেরে দিল। তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। চারঘন্টার মধ্যেই চারটেকে রাস্তা দেখিয়ে দেওয়া হয়েছে।

শোলে সিনেমার ডায়লগের উল্লেখ

সভায় তিনি শোলে সিনেমার ডায়লগও উল্লেখ করেন। তিনি বলেন, এক মারোগে তো চার মারেঙ্গে, শীতলকুচিতে তাই হয়েছে। যদিও এরই মধ্যে সায়ন্তন বসুর ২০১৯-এর একটি ভিডিও ফের ভাইরাল হয়েছে। যেখানে সায়ন্তুন বসুকে মন্তব্য করতে দেখা যাচ্ছেন কেন্দ্রীয় বাহিনীকে বুক লক্ষ্য করে গুলি চালানোর কথা বলছেন তিনি।

তীব্র বিরোধিতায় তৃণমূল, সিপিএম

সায়ন্তন বসুর মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে তৃণমূল কংগ্রেস। এই বক্তব্য স্বৈরাচারী, বলছে তৃণমূল। কমিশনের কাছে এই মন্তব্যের জন্য ব্যবস্থা নেওয়ার দাবি করা হয়েছে। অন্যদিকে সিপিএম-এর তরফে বলা হয়েছে, তাহলে আত্মরক্ষার্থে গুলি নয়, খেলবার জন্যই শীতলকুচি। তা স্পষ্ট করে দিয়েছেন সায়ন্তন বসুরা।

দিলীপের সঙ্গে নিশানা রাহুলেরও

শীতলকুচি কাণ্ডে দিলীপ ঘোষ বলেছিলেন, ছেলেরা বেশি বাড়াবাড়ি করলেন আরও বেশি করে শীতলকুচি ঘটবে। তৃণমূল হারবে জেনেই গুলি চালানোর মতো পরিস্থিতি তৈরি করছে বলে অভিযোগ করেছিলেন তিনি। অন্যদিকে বিজেপি নেতা রাহুল সিনহা বলেছেন, শীতলকুচির ঘটনায় ৪ জন নয়, আটজনকে গুলি করা উচিত ছিল। তিনি বলেন, জঙ্গলরাজ, মস্তানরাজ কায়েম করতে গেলে বারবার কেন্দ্রীয় বাহিনী এভাবেই জবাব দেবে বলে মন্তব্য করেছিলেন তিনি।

এরপরই তৃণমূলের তরফে দিলীপ ঘোষ এবং রাহুল সিনহার বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করে অশান্তি ছড়ানোর অভিযোগ করা হয়েছ। বিজেপি নেতাদের মন্তব্যই প্রমাণ করে দিচ্ছে তাদের আসল রূপ কী, মন্তব্য করা হয়েছে তৃণমূলের তরফে।

হারছে জেনেই ভয় দেখানোর রাজনীতি করছে তৃণমূল কংগ্রেস, শীতলকুচি কাণ্ড নিয়ে ফের শাসকদলকে নিশানা দিলীপের

Know all about
দিলীপ ঘোষ