মুম্বই: পঞ্জাব কিংসের জার্সিতে আইপিএল অভিষেক হল তিন ক্রিকেটারের৷ ভারতের ঘরোয়া ক্রিকেটে সেনসেশন শাহরুখ খান, রিলে মেরেডিথ এবং ঝাই রিচার্ডসনের৷ রাজস্থান রয়্যালেসর ক্যাপ্টেন হিসেবে অভিষেকে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন সঞ্জু স্যামসন৷
এবার নতুন অধিনায়কের হাত ধরে ২০২১ আইপিএলে নামল গত আইপিএলে আট নম্বরে শেষ করা রাজস্থান রয়্যালস৷ এদিন টস জিতে ক্যাপ্টেন সঞ্জু বলেন, ‘নিলামে আমারা এবার দারুণ করেছি৷ সঙ্গাকারার মতো খেলোয়াড় আমাদের সঙ্গে থাকায় কাজটা সহজ হয়েছে৷ নতুন ভূমিকায় আমি ভীষণ উত্তেজিত৷ দলে চার বিদেশি হল মরিস, বাটলার, স্টোকস ও ফিজ৷’ রাজস্থান রয়্যালসের হয়ে এদিন প্রথমবার মাঠে নামলেন মুস্তাফিজুর রহমান ও শিভম দুবে৷
টস হেরে পঞ্জাব কিংস ক্যাপ্টেন রাহুল বলেন, ‘আমরাও প্রথমে বোলিং করতে চেয়েছিলাম৷ তবে আমরা ভালো ক্রিকেট খেলার চেষ্টা করব৷ দলের প্রস্তুতি ভালো হয়েছে৷ নতুনদের নিয়ে আমি খুশি৷ আশা করি আমরা ভালো শুরু করতে পারব৷ দলে চার বিদেশি হল, গেইল, পুরান, রিচার্ডসন ও মেরেডিথ৷’ প্রীতি জিন্টার পঞ্জাব কিংসের জার্সিতে এদিন আইপিএল অভিষেক হল তামিলনাড়ু ব্যাটসম্যান শাহরুখ খান, এছাড়া বিগব্যাশে হোবার্ট হ্যারিকেনের হয়ে খেলা রিলে মেরেডিথ এবং পারথ স্কচার্সের হয়ে খেলা ঝাই রিচার্ডসনের৷
গত আইপিএলে পয়েন্ট তালিকায় শেষ দু’টি দলের এটি প্রথম ম্যাচ৷ মরু শহরে আইপিএলে দারুণ শুরু করেও ধারাবাহিকতার অভাবে সাত নম্বরে শেষ করেছিল পঞ্জাব কিংস এবং আট নম্বরে শেষ করেছিল প্রথম আইপিএল চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালস৷ গত আইপিএলে প্রথম দিকে ডাগ-আউটে বসতে থাকতে হলেও এবার প্রথম ম্যাচ থেকেই খেলছেন ক্রিস গেইল৷ চতুর্দশ আইপিএলে তাদের প্রথম ম্যাচে মাইলস্টোন ছুঁতে পারবেন গেইল৷ একটি মাত্র ছক্কা হাঁকালেই আইপিএলের ইতিহাসে বিরল রেকর্ড গড়বেন তিনি৷ একবার বল গ্যালারিতে ফেলতে পারলেই আইপিএলে ৩৫০টি ছক্কা মারার মাইলস্টোন ছুঁয়ে ফেলবেন ‘দ্য ইউনিভার্স বস’৷
রাজস্থান রয়্যালস: জোস বাটলার, মনন ভোরা, বেন স্টোকস, সঞ্জু স্যামসন (ক্যাপ্টেন), রিয়ান পরাগ, শিভম দুবে, রাহুল তেওটিয়া, ক্রিস মরিস, শ্রেয়স গোপাল, চেতন সাকারিয়া ও মুস্তাফিজুর রহমান৷
পঞ্জাব কিংস: লোকেশ রাহুল (ক্যাপ্টেন), ময়াঙ্ক আগরওয়াল, ক্রিস গেইল, নিকোলাস পুরান, দীপক হুডা, শাহরুখ খান, ঝাই রিচার্ডসন, মরুগান অশ্বিন, রিলে মেরেডিথ, মহম্মদ শামি ও অর্শদীপ সিং৷
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.