বাংলায় করোনা সংক্রমণে উদ্বেগ বেড়েই চলেছে, একদিনে আক্রান্ত ৪৫০০-র উপর

ভোটের বাংলায় করোনা উদ্বেগ বেড়েই চলেছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। সোমবার দৈনিক করোনা সংক্রমণ ছাড়িয়ে গেল সাড়ে ৪ হাজার। ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যাতেও উদ্বেগ। করোনায় মৃতের সংখ্যা বাড়ল ১৪। করোনার দ্বিতীয় ঢেউ বাংলায় আছড়ে পড়তেই সংক্রমণ, মৃত্যু বাড়ছে লাফিয়ে লাফিয়ে। করোনা সক্রিয়ের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ২৬ হাজার।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৪৫১১ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ৬ লক্ষ ১৪ হাজার ৮৯৬ জন। এদিন ৪৫১১ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লক্ষ ১৯ হাজার ৪০৭ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০৪১৪। এদিন মৃত্যু হয়েছে ১৪ জনের।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ৬ লক্ষ ১৪ হাজার ৮৯৬ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ২৬ হাজার ৫৩১ জন। এদিন ২৫৫০ জন বাড়ল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৪৫১১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ১৯৪৭ জন। মোট করোনা মুক্ত হলেন ৫ লক্ষ ৮২ হাজার ৪৬২ জন। সুস্থতার রেট হয়েছে ৯৪.০৪ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ৯৫ লক্ষ ৪৭ হাজার ১৬৪ জনের। ১০৫টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ১০৬০৮০। এদিন টেস্টিং হয়েছে ৩৭১১৬ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ৬.৪৯ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

আক্রান্তের হার কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় এখনও একটু উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ১৪২৪৭১। এদিন ১১১৫ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ১৩৩৫৭৬ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১০৮৭ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ২৯৫ জন বেড়ে হয়েছে ৩৯৯৪০। হাওড়ায় আক্রান্ত ৩৯২৮০। এদিন আক্রান্ত হয়েছেন ২৮৬ জন। হুগলিতে ২৯০জন বেড়ে আক্রান্ত ৩১৮০২ জন।

Covid Vaccination Drive - হাওড়া - 12.04.2021