আইপিএলে রাজস্থানের বিরুদ্ধে বরাবরই গর্জেছে রাহুলের ব্যাট, এক নজরে পাঞ্জাব অধিনায়কের পরিসংখ্যান

আর কিছু সময় পরেই চলতি আইপিএলের চতুর্থ ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। পাঞ্জাব কিংসের মুখোমুখি হতে চলেছে রাজস্থান রয়্যালস। এ ম্যাচে যে ক্রিকেটারের দিকে বিশ্বের নজর থাকবে, তিনি কেএল রাহুল। পাঞ্জাবের ইনফর্ম অধিনায়ক তথা গত আইপিএলের সর্বাধিক রান সংগ্রাহক আজ কী ক্যারিশমা দেখান, তার অপেক্ষা শুরু।

২০২০-এর আইপিএলে রাজস্থানের বিরুদ্ধে বিধ্বংসী রাহুল

করোনা ভাইরাসে আবহে সংযুক্ত আরব আমিরশাহীতে হওয়া ২০২০ সালের আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হয়েছিল পাঞ্জাব। ওই ম্যাচে দুর্দান্ত শতরান করেছিলেন মায়াঙ্ক আগরওয়াল। তাঁর সঙ্গে ১৮৩ রানের পার্টনারশিপ করেছিলেন পাঞ্জাবের অধিনায়ক কেএল রাহুল। ৫৪ বলে ৬৯ রানের দাপুটে ইনিংস খেলেছিলেন কর্নাটকী। তবু ওই ম্যাচ হেরে গিয়েছিল অভিনেত্রী প্রীতি জিন্টার দল।

২০১৮-এর আইপিএলে রাজস্থানের বিরুদ্ধে আগ্রাসী রাহুল

২০১৮ সালের আইপিএলের ৩৮তম ম্যাচে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হয়েছিল পাঞ্জাব কিংস (তৎকালীন কিংস ইলেভেন পাঞ্জাব)। ওই ম্যাচে ৫৪ বলে ৮৪ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন কেএল রাহুল। ম্যাচও জিতেছিল পাঞ্জাব।

রাহুলের আরও এক অপরাজিত ইনিংস

২০১৮ সালের আইপিএলের ৪০তম ম্যাচে ফের দুই দল মুখোমুখি হয়েছিল। আরও একবার জ্বলে উঠেছিল কেএল রাহুলের ব্যাট। ওই ম্যাচে পাঞ্জাব কিংসের জার্সিতে ৭৫ বলে ৯০ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন রাহুল। যদিও ১৫ রানে সেই ম্যাচ হেরে গিয়েছিল পাঞ্জাব।

গত আইপিএলে রাহুলের পারফরম্যান্স

২০২০ সালের আইপিএলের সর্বাধিক রান সংগ্রাহক হয়েছিলেন কেএল রাহুল। পাঞ্জাব কিংসের (তৎকালীন কিংস ইলেভেন পাঞ্জাব) হয়ে ১৪টি ম্যাচ খেলে ৬৭০ রান করেছিলেন কর্নাটকী। একটি শতরান ও পাঁচটি অর্ধশতরান এসেছিল তাঁর ব্যাট থেকে। গত আইপিএলে রাহুলের সর্বোচ্চ স্কোর ছিল অপরাজিত ১৩২।

পাঞ্জাব-রাজস্থানের যুদ্ধ মূলত কোন কোন ক্রিকেটার কেন্দ্রিক? কাদের লড়াই হাড্ডাহাড্ডি?