দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১২ লক্ষ! 'উৎসব'-এর প্রথমদিনে টিকা পেলেন ২৭ লক্ষ
দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ৷ গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ লক্ষ ৬৮ হাজার ৯১২। এটাই দেশে এখনও পর্যন্ত সর্বাধিক দৈনিক সংক্রমণের সংখ্যা৷ গতকাল যা ছিল ১ লক্ষ ৫২ হাজার ৮৭৯। এখনও পর্যন্ত দেশে করোনা সংক্রমিত হয়েছে ১ কোটি ৩৫ লক্ষ ২৭ হাজার ৭১৭ জন। এখনও পর্যন্ত মোট সক্রিয় আক্রান্ত হয়েছে ১২ লক্ষ ১ হাজার ৯ জন।

প্রথম দিনে টিকা পেলেন ২৭ লক্ষ মানুষ
এই আবহে করোনা রোধ করার লক্ষ্যে 'টিকা উৎসব' শুরু করল কেন্দ্র। টিকা উৎসব শুরু আগে পর্যন্ত ভারতে ৮৫ দিনে ১০ কোটি মানুষের টিকাকরণ সম্পন্ন হয়েছে। ১০ কোটির গণ্ডি ছোঁয়ার ক্ষেত্রে ভারত দ্রুততম দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। এই আবহে জানা গিয়েছে রবিবার টিকা উৎসবের প্রথম দিনে দেশে ২৭ লক্ষ মানুষকে করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে। এক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন, ১১ থেকে ১৪ এপ্রিল এই টিকা উৎসব চলবে।

গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৯০৪ জনের
এদিকে দেশে একসপ্তাহে টানা ৬ দিন করোনার গ্রাফ ঊর্ধ্বমূখী৷ করোনায় দৈনিক মৃত্যুর হারও বেড়েছে৷ কেন্দ্রীয় সরকারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯০৪ জনের৷ গতকাল যা ছিল ৮৩৯৷ এপর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ১ লক্ষ ৭০ হাজার ১৭৯ জনের৷ একদিনে সুস্থ হয়ে উঠেছে ৭৫ হাজার ৮৬ জন৷ এপর্যন্ত সুস্থ হয়ে উঠেছে ১ কোটি ২১ লক্ষ ৫৬ হাজার ৫২৯ জন৷

এখনও শীর্ষে রয়েছে মহারাষ্ট্র
দেশে করোনা আক্রান্তের নিরিখে এখনও শীর্ষে রয়েছে মহারাষ্ট্র৷ সেখানে মোট আক্রান্ত ৩৪ লক্ষ ৭ হাজার ২৪৫ জন৷ সুস্থ হয়ে উঠেছে ২৭ লক্ষ ৮২ হাজার ১৬১৷ দ্বিতীয় স্থানে রয়েছে কেরালা ও তৃতীয় স্থানে কর্ণাটক৷ কেরলে মোট আক্রান্ত ১১ লক্ষ ৬৭ হাজার ১৯০ জন৷ সুস্থ হয়ে উঠেছে ১১ লক্ষ ১৭ হাজার ৭০০ জন৷ এছাড়া কর্নাটকে মোট আক্রান্ত ১০ লক্ষ ৬৫ হাজার ২৯০, সুস্থ হয়েছে ৯ লক্ষ ৮৩ হাজার ১৫৭ জন৷

মোট ১১ লক্ষ ৮০ হাজার ১৩৬টি সোয়াবের নমুনা পরীক্ষা
ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের দেওয়া তথ্য অনুসারে গত একদিনে মোট ১১ লক্ষ ৮০ হাজার ১৩৬টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে। এপর্যন্ত মোট ২৫ কোটি ৭৮ লক্ষ ৬ হাজার ৯৮৬টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে।
{quiz_559}