গোটা দেশে বাড়ছে করোনা
গোটা দেশে করোনা সংক্রমণ ফের চোখ রাঙাতে শুরু করে দিয়েছে। দৈনিক আক্রান্তের সংখ্যা দেড় লক্ষ ছাড়িয়ে গিেয়ছে।করোনা সংক্রমণে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। ১০ রাজ্যের করোনা পরিস্থিত সবচেয়ে ভয়াবহ। তারমধ্য রয়েছে উত্তর প্রদেশ, কর্নাটক, তামিলনাড়ু, ছত্তিশগড়, পাঞ্জাব, উত্তর প্রদেশ। এদিকে আবার উত্তর প্রদেশ ও উত্তরাখণ্ডে শুরু হয়েছে মহাকুম্ভ। গতকাল থেকেই মহাস্নান শুরু হয়েছে গঙ্গায়। তাতে সংক্রমণ আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
ফের লকডাউন
কিছুতেই করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। গতকালও রেকর্ড করোনা সংক্রমণ হয়েছে দেশে। আক্রান্তের সংখ্যা বাড়ছে হু হু করে। পরিস্থিতি পর্যালোচনায় গতকাল গভীর রাত পর্যন্ত বৈঠক করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। সেই বৈঠকে দীর্ঘ মেয়াদী লকডাউনের সিদ্ধান্তেই সিলমোহর দেওয়া হয়েছে। যদিও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। পরিস্থিতি সামাল দিতে ৭ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত লকডাইন জারির কথা ভাবছে মহারাষ্ট্র সরকার। চূড়ান্ত সিদ্ধান্ত ১৪ এপ্রিলের পর জানানো হবে।
করোনা কার্ফু জারি
করোনা পরিস্থিতি মোকাবিলায় একাধিক রাজ্য করোনা কার্ফু জারি করেছে একাধিক রাজ্যে।গতকাল থেকেই মথুরায় জারি হয়েছে করোনা কার্ফু। রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত জারি করা হয়েছে কার্ফু। অত্যাবশ্যকীয় পন্য ছাড়া সব দোকান বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই একাধিক রাজ্য নাইট কার্ফুর পথে হাঁটতে শুরু করেছে। গুজরাত, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ।
করোনা বাড়ছে পশ্চিমবঙ্গে
করোনা সংক্রমণ বাড়ছে গোটা দেশে। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে পশ্চিমবঙ্গের দৈনিক করোনা সংক্রমণও। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েেছন ৪ হাজারেরও বেশি মানুষ। বিধানসভা নির্বাচনের জন্য করোনা সংক্রমণ বাড়ছে পশ্চিমবঙ্গে এমনই মনে করা হচ্ছে। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে প্রচারে করোনা বিধি না মানলে বন্ধ করে দেওয়া হবে ভোটের প্রচার।